Realme Narzo N55: অবাক কান্ড! এবার নতুন নার্জো স্মার্টফোনেও আইফোনের ফিচার, লঞ্চ 12 তারিখে

Update: 2023-04-10 11:53 GMT

রিয়েলমি (Realme) বেশ কিছুদিন ধরেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপকামিং বাজেট-ফ্রেন্ডলি Narzo N55 স্মার্টফোন লঞ্চের বিজ্ঞাপন দিচ্ছে। কোম্পানি সম্প্রতি ঘোষণাও করেছে যে, এটি আগামী ১২ এপ্রিল ভারতে লঞ্চ হবে৷ রিয়েলমির দাবি, এই ফোনটি অভূতপূর্ব হার্ডওয়্যার স্পেসিফিকেশন অফার করতে চলেছে। সম্প্রতি স্মার্টফোনটির রিয়ার ডিজাইন সামনে আসার পর, এখন ব্র্যান্ডের তরফে এর ফ্রন্ট প্যানেলের ডিজাইনও প্রকাশ করা হয়েছে, যা Realme C55-এর সাথে সাদৃশ্যপূর্ণ। প্রসঙ্গত, মার্চের শুরুতে লঞ্চ হওয়া C55-এর ডিসপ্লেতে অ্যাপল (Apple) আইফোনের ডাইনামিক আইল্যান্ডের অনুরূপ রিয়েলমি মিনি ক্যাপসুল ফিচারটি রয়েছে। আর একই ফিচারের সাথে Narzo N55 মডেলও বাজারে আসতে চলেছে।

প্রকাশ্যে এল Realme Narzo N55-এর ডিজাইন

রিয়েলমি সম্প্রতি টিজ করেছে যে, নার্জো এন৫৫ স্মার্টফোনে মিনি ক্যাপসুল ফিচারের সাপোর্ট সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। মিনি ক্যাপসুল ফিচারটি প্রাথমিকভাবে রিয়েলমি সি৫৫ ফোনে চালু করা হয়েছিল এবং এটি আইওএস (iOS)-এ উপলব্ধ ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। মিনি ক্যাপসুল পাঞ্চ-হোল কাটআউটের চারপাশে একটি ওভারলে যুক্ত করে, ব্যাটারি চার্জিং স্ট্যাটাস এবং লো ব্যাটারি অ্যালার্ট-এর মতো বিষয়গুলি দেখায়। যদিও মিনি ক্যাপসুলের কার্যকারিতা বর্তমানে সীমিত, তবে রিয়েলমি তাদের ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে যে, তারা অদূর ভবিষ্যতে এর কার্যকারিতা আরও বৃদ্ধি করবে।

ইতিমধ্যেই, অ্যামাজন রিয়েলমি নার্জো এন৫৫-এর একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে ফ্ল্যাট বডি, ফ্রেম এবং রিয়ার প্যানেল সহ একটি সি-এঙ্গেল ডিজাইন। নার্জো এন৫৫ প্রাইম ব্লু কালার অপশনে পাওয়া যাবে এবং এর রিয়ার প্যানেলে একটি ডুয়েল-টোন ফিনিশ থাকবে। এছাড়াও, ডিভাইসটিতে দুটি বড় বৃত্তাকার কাটআউট এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা মডিউল অবস্থান করবে। এছাড়া, প্লাস্টিক নির্মিত ব্যাক প্যানেলের নীচের বাম কোণে "নার্জো'"লোগোটি দেখা যাবে।

এছাড়া, Relame Narzo N55 স্মার্টফোনের পাওয়ার বাটনটি এর ডান প্রান্তে দেখা যাবে এবং এতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে। অনুমান করা হচ্ছে যে, নিরাপত্তার জন্য ডিভাইসটি এআই (AI) ফেস আনলকও সাপোর্ট করবে। Narzo N55-এর নীচের অংশে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি প্রাইমারি স্পিকার গ্রিল অবস্থান করবে বলে জানা গেছে। আগামী ১২ এপ্রিল অফিসিয়াল লঞ্চ ইভেন্টে ফোনটির দাম প্রকাশ হবে।

Tags:    

Similar News