9999 টাকায় 108 মেগাপিক্সেল ক্যামেরার Realme ফোন, ডিসকাউন্টের পর খুব সস্তা

By :  SUPARNA
Update: 2023-11-27 14:28 GMT

ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon -এ এই মুহূর্তে এমন একটি স্মার্টফোন ডিসকাউন্টের সাথে তালিকাভুক্ত আছে যা Apple iPhone 14 সিরিজ অনুপ্রাণিত একটি বিশেষ ফিচার অফার করে। আমরা কথা বলছি Realme Narzo N55 স্মার্টফোনের প্রসঙ্গে। এটি ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ কার্যকারিতা অফারকারী মিনি ক্যাপসুল বৈশিষ্ট্যের সাথে এসেছে। আলোচ্য মডেলটি বাজেট-রেঞ্জে এসেছে। আসুন এই মুহূর্তে এই ডিভাইসটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

Amazon থেকে সস্তায় কিনুন Realme Narzo N55 স্মার্টফোন

লঞ্চের সময়ে রিয়েলমি নারজো এন৫৫ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের বিক্রয় মূল্য ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছিল। তবে এখন ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজনে ফ্লাট ২৭% বা ৪,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ১,০০০ টাকার ডিসকাউন্ট কুপন ব্যবহার করলে এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা হয়ে যাবে।

অন্যান্য অফারের কথা বললে, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের ধার্য মূল্যের উপর অতিরিক্ত ডিসকাউন্টের সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া পুরানো মোবাইল আপগ্রেড করে রিয়েলমি নারজো এন৫৫ স্মার্টফোন কিনলে সর্বোচ্চ ১০,৪০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হবে। এক্ষেত্রে আগেই বলে দিই, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ পুরোনো মোবাইলের মডেল নম্বর এবং অবস্থার উপর নির্ভর করবে।

রিয়েলমি নারজো এন৫৫ স্মার্টফোন দুটি কালারে উপলব্ধ, যথা – প্রাইম ব্লু ও প্রাইম ব্ল্যাক।

Realme Narzo N55 স্মার্টফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো এন৫৫ স্মার্টফোনে ৬.৫২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। এই হ্যান্ডসেট অতিরিক্তভাবে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

Realme Narzo N55 স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। দুটি রিয়ার ক্যামেরাই পোট্রেট মোড এবং নাইট ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। প্রসঙ্গত এই রিয়েলমি ব্র্যান্ডেড হ্যান্ডসেটে সফ্টওয়্যার-ভিত্তিক মিনি ক্যাপসুল বৈশিষ্ট্য উপলব্ধ, যা অ্যাপল আইফোন ১৪ প্রো সিরিজে বিদ্যমান ডায়নামিক আইল্যান্ডের অনুরূপ কাজ করে।

কানেক্টিভিটি অপশন হিসাবে পাওয়া যাবে - ডুয়েল সিম স্লট, ব্লুটুথ ৫.২, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo N55 ফোনে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার মিলবে।

Tags:    

Similar News