Realme Narzo N63 বাজেটের মধ্যে বড় ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম কত
আজ অর্থাৎ ৫ই জুন ভারতে লঞ্চ হল Realme Narzo N63। সংস্থার Narzo-সিরিজের এই হ্যান্ডসেটের দাম ৮,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং এটি বিদ্যামান Realme C63 ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে এসেছে। নয়া এই স্মার্টফোনে ফিচার হিসাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে প্যানেলে, ৫০ মেগাপিক্সেলের AI রিয়ার ক্যামেরা, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আল্ট্রাবুম স্পিকার সিস্টেম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এছাড়া এন্ট্রি-লেভেল মোবাইল ফোন হওয়া সত্ত্বেও এতে এয়ার জেসচার, ডায়নামিক বাটন, ৪ জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম ফিচারও সাপোর্ট করে। নীচে Realme Narzo N63 স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল…
ভারতে Realme Narzo N63 স্মার্টফোনের দাম ও লভ্যতা
এদেশের বাজারে রিয়েলমি নারজো এন৬৩ স্মার্টফোনের দাম ৮,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার টপ-এন্ড ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম থাকছে ৮,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেট আগামী ১০ই জুন থেকে রিয়েলমি ই-স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে বিক্রি হবে।
প্রসঙ্গত লঞ্চ অফারের অংশ হিসাবে, রিয়েলমি নারজো এন৬৩ ফোনের সাথে ৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হবে৷ আবার ক্রেতারা মাত্র ৮৯৯ টাকার বিনিময়ে Realme Buds Wireless 2 Neo অডিও প্রোডাক্টটি বান্ডেল হিসাবে কেনার বিকল্প পেয়ে যাবেন।
Realme Narzo N63 স্মার্টফোনের স্পেসিফিকেশন
রিয়েলমি নারজো এন৬৩ স্মার্টফোনে রয়েছে ৬.৭৪-ইঞ্চির LCD ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৬০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে রেইনওয়াটার স্মার্ট টাচ বৈশিষ্ট্যের সুবিধা সহ এসেছে। ভালো পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটে ইউনিসক টি৬১২ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এই মোবাইল ফোনে অতিরিক্তভাবে আরো ৪ জিবি ডাইনামিক র্যাম ফিচারও সাপোর্ট করে।
Realme Narzo N63 এর পিছনে LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল AI প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার বর্তমান। ভালো সাউন্ড সরবরাহের জন্য মিলবে আল্ট্রাবুম স্পিকার সিস্টেম। আবার সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোন - এয়ার জেসচার, মিনি ক্যাপসুল ২.০, ডায়নামিক বাটন, গেম স্পেসের মতো একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo N63 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এই ব্যাটারি একক চার্জে ১৭.৪ ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম অফার করে। স্মার্টফোনটি ৪৮ মাসের ফ্লুয়েন্সি এবং টিইউভি রাইনল্যান্ড সেফ ফাস্ট চার্জিং সার্টিফিকেশন সহ এসেছে। এই রিয়েলমি মোবাইল ফোন ৭.৭৪ মিমি পুরু এবং ওজনে ১৮৯ গ্রাম। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং প্রাপ্ত।