আজ শুরু সেল, 2000 টাকা ছাড়ে কার্ভড ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরার Realme P1 Pro 5G ফোন
Realme গত ১৫ই এপ্রিল ভারতে Realme P1 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আর আজ অর্থাৎ মাসের শেষ দিনে এসে এটি সংস্থার ওয়েবসাইট ও অনলাইন শপিং পোর্টাল Flipkart -এর মাধ্যমে এদেশে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি প্রথম সেলের অংশ হিসাবে এই মিড-রেঞ্জ স্মার্টফোনে আপনারা ফ্লাট ২,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারপর ডিভাইসটি ২০,০০০ টাকারও কমে পকেটস্থ করা যাবে। এছাড়া নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে আরো কয়েক হাজার টাকা সাশ্রয় করা সম্ভব। ফিচারের কথা বললে নয়া Realme P1 Pro 5G স্মার্টফোনে FHD+ ProXDR কার্ভড AMOLED ডিসপ্লে, কোয়ালকমের প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো একাধিক উল্লেখযোগ্য ফিচার বর্তমান।
ভারতে Realme P1 Pro 5G স্মার্টফোনের দাম ও সেল অফার
এদেশে রিয়েলমি পি১ প্রো ৫জি স্মার্টফোন দুটি স্টোরেজ বিকল্পের সাথে এসেছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি কেনা যাবে ২২,৯৯৯ টাকায়। এটি – ফিনিক্স রেড এবং প্যারট ব্লু কালার ভ্যারিয়েন্টে এসেছে।
লঞ্চ অফারের অংশ হিসাবে, রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনটির উভয় স্টোরেজ অপশনের সাথেই ফ্লাট ২,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পর এটি নূন্যতম ১৯,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। আবার কিস্তিতে টাকা শোধ করতে চাইলে নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা রয়েছে। এছাড়া সংস্থার ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) -এ এই নতুন রিয়েলমি হ্যান্ডসেটের সাথে এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।
Realme P1 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
Realme P1 Pro 5G স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস প্রোএক্সডিআর কার্ভড AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০০০ নিট পিক ব্রাইটনেস, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ২১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। আবার ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর এবং অ্যাড্রেন ৭১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজের সাথে এসেছে। যদিও এই ফোনে অতিরিক্তভাবে আরো ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ফিচার সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম ওএস দ্বারা চালিত। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme P1 Pro 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony LYT 600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার। তদুপরি, কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, এবং ইউএসবি ২.০ পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য Realme P1 Pro 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৬১.৪৭×৭৪.০২×৮.৩৫ মিমি এবং ওজন ১৮৬ গ্রাম।