Realme ফোনে ব্যবহার করা যাবে Jio 5G পরিষেবা, এক্ষুনি ডাউনলোড করুন নতুন আপডেট

By :  PUJA
Update: 2022-10-01 14:14 GMT

আজ থেকে কলকাতা সহ ভারতের নির্বাচিত শহরগুলিতে 5G পরিষেবা চালু হচ্ছে, যদিও এর জন্য আপনার একটি 5G কানেক্টিভিটির ফোন থাকতে হবে। বর্তমান সময়ে বিভিন্ন দামে 5G স্মার্টফোন উপলব্ধ। তবে আপনি সদ্য একটি 5G ভিভাইস কিনলেও, এর নেটওয়ার্ক সেটিংস কনফিগার না করলে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস পরিষেবাগুলি উপলব্ধ হবে না৷ আর তাই, Realme তাদের ফোনে Jio 5G নেটওয়ার্কের সাপোর্ট সহ একটি নতুন আপডেট নিয়ে আসছে৷

৯১মোবাইলস-এর রিপোর্টে বলা হয়েছে যে, হঠাৎ করেই Realme স্মার্টফোনগুলিতে একটি সফ্টওয়্যার আপডেট দেওয়া হচ্ছে, যার সাহায্যে ব্যবহারকারীরা Jio 5G নেটওয়ার্কের সমর্থন পাবে। এই আপডেটের কিছু স্ক্রিনশট সামনে এসেছে, যাতে বলা হয়েছে যে নতুন সফ্টওয়্যার ভার্সনটি ফোনকে Jio-এর 5G নেটওয়ার্ক ব্যবহারের উপযোগী করে তুলবে। এর চেঞ্জলগে লেখা আছে '5G নেটওয়ার্ক ফাংশন সাপোর্ট ফর Jio'।

সমস্ত 5G স্মার্টফোন আপডেট পাচ্ছে

নতুন সফ্টওয়্যার আপডেটটি রিয়েলমির সমস্ত ৫জি স্মার্টফোনের জন্য রোল আউট করা হয়েছে। অর্থাৎ, আপনার ফোন ৫জি সমর্থিত হলেই এবং Jio-এর 5G পরিষেবা আপনার এলাকায় চালু হওয়ার সাথে সাথেই, আপনি এই পরাষেবার সুবিধা নিতে পারবেন। নতুন আপডেটে এই পরিবর্তন ছাড়াও, সেপ্টেম্বর ২০২২-এর সিকিউরিটি প্যাচও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আপডেটের নোটিফিকেশন ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে কোনো কারণে যদি আপনি নোটিফিকেশন না পেয়ে থাকেন, তাহলে রিয়েলমি ফোনের 'সেটিংস' অপশন থেকে 'অ্যাবাউট ফোন' এবং তারপর 'সিস্টেম আপডেট' বিকল্প বেছে নিয়ে, নয়া আপডেট ফোনে ইন্সটল করতে পারেন।

Tags:    

Similar News