36 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে Realme, Samsung, Lava, Oppo স্মার্টফোন, এখান থেকে অর্ডার করুন
গত ১৩ই জানুয়ারি থেকে লাইভ হয়ে গিয়েছে বহুল প্রতীক্ষিত 'Amazon Great Republic Day' সেল। এই সেল চলাকালীন ক্রেতারা অবিশ্বাস্য লোভনীয় ডিলের সাথে নিজেদের পছন্দের স্মার্টফোন পকেটস্থ করতে পারবেন। আর SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করার ক্ষেত্রে অতিরিক্তভাবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Amazon৷ এছাড়াও - ক্যাশব্যাক, নো-কস্ট ইএমআই এবং ফ্রি ডেলিভারির মতো অতিরিক্ত সুযোগ-সুবিধাও উপভোগ করতে পারবেন ক্রেতারা। সর্বোপরি বাজেট বা মিড-রেঞ্জ স্মার্টফোন খরিদ করলে ধার্য মূল্যের উপর ৩৬% পর্যন্ত ছাড় দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। এই প্রতিবেদনে আমরা Realme, Samsung, Lava, Oppo ব্র্যান্ডের এমন ৫টি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করবো যেগুলি উপরের প্রত্যেকটি অফারের সাথে এখন বিক্রি হচ্ছে।
Amazon Great Republic Day সেলে স্মার্টফোনের উপর অফার
১. Realme Narzo 60X 5G (6GB + 128GB) : ১২,৪৯৯ টাকা
অ্যামাজন সেলে খুবই আকর্ষণীয় অফারের সাথে রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি স্মার্টফোন কেনা যাবে। এতে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসরের সাথে এসেছে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য এই ৫জি ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স। ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যমান থাকছে। এই হ্যান্ডসেটে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে৷
২. Samsung Galaxy M34 5G (6GB + 128GB) : ১৫,৯৯৯ টাকা
আপনারা যারা সাশ্রয়ী মূল্যে একটি ফিচার সমৃদ্ধ স্মার্টফোন কিনতে চান তাদের জন্য গ্যালাক্সি এম-সিরিজের এই মডেলটি আদর্শ। এটি - ৬.৫ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল সহ এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে ইন-হাউস এক্সিনস ১২৮০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ প্রি-লোডেড থাকছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ এদিকে সেলফি এবং ভিডিও কলের সুবিধার্থে ডিভাইসের সামনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার উপস্থিত রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
৩. Oppo F23 5G (8GB + 256GB) : ২২,৯৯৯ টাকা
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল থেকে আপনারা খুবই সস্তায় ওপ্পো এফ২৩ ৫জি মডেলটি কিনতে পারবেন। বিশেষত্বের কথা বললে, এতে সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের উপরিভাগে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ৪০এক্স পর্যন্ত জুম সহ ২ মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর আছে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ কাস্টম স্কিন চালিত এই ডিভাইস অতিরিক্তভাবে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। এছাড়া এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে সংস্থার সিগনেচার গ্লো ডিজাইন ল্যাঙ্গুয়েজ সহ অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট এবং স্ক্র্যাচ-প্রতিরোধী উপকরণ ও আবরণ বর্তমান।
৪. Realme Narzo 60 Pro (8GB + 128GB) : ২৩,৯৯৯ টাকা
রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি স্মার্টফোনে ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪১২×১০৮০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি মালি জি৬৮ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ৫জি প্রসেসর সহ এসেছে। ছবি তোলার জন্য এতে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এগুলি হল - OIS সহ ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এদিকে সেলফি ও ভিডিও চ্যাটিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিন চালিত এই ফোনে ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।
৫. Lava Blaze 5G (8GB + 128GB) : ১০,৪৯৯ টাকা
লাভা ব্লেজ ৫জি ফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেখা যাবে, যা ওয়াইডভিন এল১ (Widevine L1) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। এদিকে ডিভাইসের পেছনে তিনটি সেন্সর বিদ্যমান থাকছে। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ডেপ্থ লেন্স এবং একটি ম্যাক্রো শুটার। পারফরম্যান্সের জন্য এই লাভা হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং অতিরিক্তভাবে আরো ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। এছাড়া এই ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।