Xiaomi একদম সস্তায় 50MP ক্যামেরার ফোন আনছে ভারতে, লঞ্চ কবে
প্রখ্যাত স্মার্টফোন নির্মাতা শাওমির সাব-ব্র্যান্ড রেডমি খুব শীঘ্রই A-ব্র্যান্ডিংয়ের সাথে একটি নতুন বাজেট হ্যান্ডসেট বাজারে লঞ্চ করতে চলেছে, যার নাম Redmi 11A। আর এখন এই হ্যান্ডসেটটিকে ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে। এটি 22120RN86I মডেল নম্বরের সাথে সাইটে তালিকাভুক্ত হয়েছে, যার শেষে 'I' অক্ষরটি ভারত (India)-কে বোঝায়। প্রসঙ্গত, 'I'-এর বদলে 'C' অক্ষর সহ এই একই মডেল নম্বরের একটি ডিভাইস চলতি মাসের শুরুতে টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে।
Redmi 11A পেল BIS-এর অনুমোদন
22120RN86I মডেল নম্বর সহ রেডমি ১১এ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হলেও, সাইটের তালিকাটি ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে ইতিমধ্যেই, টেনা তালিকায় রেডমি ১১এ-এর মূল স্পেসিফিকেশন এবং ডিজাইন অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসটি রেডমি ১০এ-এর উত্তরসূরি হিসেবে আসবে যা চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করেছিল।
টেনা লিস্টিং অনুযায়ী, রেডমি ১১এ-তে ৬.৭০ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা এইচডি+ রেজোলিউশন এবং একটি ওয়াটারড্রপ নচ অফার করবে। কোনাকুনি স্ট্রাইপ সহ একটি গাঢ় ধূসর কালার অপশনে ফোনটির রিয়ার প্যানেলটিকে দেখা গেছে। প্যানেলে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি সেকেন্ডারি লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ সহ বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে৷ আর ক্যামেরা আইল্যান্ডে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।
এছাড়াও, এই তালিকাটি প্রকাশ করে যে, Redmi 11A একটি ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের প্রসেসর দ্বারা চালিত হবে। এটি একাধিক কনফিগারেশনে বাজারে আসতে পারে, তবে এতে সর্বাধিক ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। আসন্ন অফারটিতে একটি আইআর ব্লাস্টারও থাকবে।
উল্লেখ্য, রেডমির তরফ থেকে এখনও Redmi 11A-এর সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। তবে TENAA এবং BIS-এর সাইট থেকে সার্টিফিকেশন লাভ করার পর, আশা করা যায় স্মার্টফোনটি খুব শীঘ্রই চীন এবং ভারতের বাজারে লঞ্চ হবে।