Redmi 12 একদম সস্তায় ধামাকাদার ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, রইল স্পেসিফিকেশনের খুঁটিনাটি

Update: 2023-06-15 15:01 GMT

Redmi 12 অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়ে গেল। তবে আমাদের দেশে নয়, বহু প্রতীক্ষিত স্মার্টফোনটি সবার প্রথমে পা রেখেছে থাইল্যান্ডে৷ এই ডিভাইস গত বছরের Redmi 11-এর উত্তরসূরি হিসেবে এসেছে৷ নবাগত Redmi 12 সম্পর্কে বললে, প্রথমেই এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G88 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির প্রসঙ্গ আনতে হয়। আসুন এই নতুন রেডমি ফোনটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 12-এর স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি ১২-এ ৬.৭৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যার ওপর সেলফি ক্যামেরার জন্য কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ফোনটি ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে পাওয়ার বাটনে এম্বেড করা সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিজাইনের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে একটি কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর দেখা যায় এবং রিয়ার প্যানেলে কোনও ক্যামেরা মডিউল ছাড়াই তিনটি ক্যামেরা সেন্সর অবস্থান করছে। রেডমি ১২ মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Redmi 12-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ায় ব্যাকআপের জন্য, একে ৫,০০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগায়, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে। এছাড়াও, Redmi 12-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৪জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক।

Redmi 12-এর দাম ও লভ্যতা

থাইল্যান্ডের বাজারে Redmi 12-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,২৯৯ থাই বাট (প্রায় ১২,৫৫০ টাকা)৷ তবে এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটিগুলির দাম এখনও প্রকাশ করা হয়নি। ফোনটি মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভার কালার অপশনে পাওয়া যাবে। ফোনটি কবে ভারতের বাজারে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

Tags:    

Similar News