50 মেগাপিক্সেল ক্যামেরার লেটেস্ট Redmi ফোনে বাম্পার ডিসকাউন্ট, 8500 টাকার কমে কিনুন

Update: 2023-05-12 07:43 GMT

Xiaomi গত মাসে ভারতে বাজেট স্মার্টফোন হিসেবে Redmi 12C লঞ্চ করে। মাদার্স ডে উপলক্ষ্যে ফোনটি এখন সস্তায় পাওয়া যাচ্ছে। আপনি Mi.com এবং অ্যামাজন থেকে এই ফোনটি কম দামে কিনতে পারবেন। উভয় প্ল্যাটফর্ম থেকেই আপনি একই দামে Redmi 12C কিনতে পারেন। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাংক ও এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক রেডমি ফোনটি কত দামে এখন কেনা যাবে।

Redmi 12C এর দাম ও অফার

Redmi 12C-এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের এমআরপি ১৩,৯৯৯ টাকা। তবে এমআই এবং অ্যামাজন এখন এর উপর ৩৬% ছাড় দিচ্ছে। যার পরে ফোনটির দাম কমে দাঁড়াবে ৮,৯৯৯ টাকা। আবার এমআই-এর ওয়েবসাইট থেকে ডিভাইসটি কেনার সময় এসবিআই এবং আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

অন্যদিকে অ্যামাজনে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডধারীরা ৫০০ টাকা ছাড় মিলবে। এছাড়া ক্রেতারা তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৮,৩৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তবে এই ভ্যালু আপনার পুরানো ফোনের ব্র্যান্ড ও অবস্থার উপর নির্ভর করবে। Redmi 12C চারটি কালারে পাওয়া যাবে - রয়্যাল ব্লু, ল্যাভেন্ডার পার্পল, ম্যাট ব্ল্যাক এবং মিন্ট গ্রিন।

Redmi 12C এর ফিচার

রেডমি ১২সি ফোনে ১৬৫০ x ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭১ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে, এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ফোনটি এমআইইউআই ১৩ অপারেটিং সিস্টেম ও মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Tags:    

Similar News