অবিশ্বাস্য, বাজেট রেঞ্জের Redmi 12C ফোনে এল নতুন HyperOS আপডেট

Update: 2024-01-17 17:05 GMT

Xiaomi গ্লোবাল মার্কেটে বিভিন্ন ফোনের জন্য HyperOS আপডেট পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই ভারত ও ইউরোপের Xiaomi 13 Pro ও Xiaomi 13T Pro ভ্যারিয়েন্টে এই নতুন কাস্টম স্কিন চলে এসেছে। এখন আবার বাজেট রেঞ্জের Redmi 12C ফোনেও HyperOS আপডেট চলে আসছে।

Redmi 12C ফোনে আসছে HyperOS আপডেট

একজন রেডমি ১২সি ফোন ব্যবহারকারী X (আগে Twitter) প্ল্যাটফর্মে জানিয়েছেন, তার ফোনে হাইপারওএস আপডেট এসেছে। এটা বেশ আশ্চর্যজনক, কারণ শাওমি এখনও কোনো বাজেট ফোনে নয়া ওএস নিয়ে আসেনি। ব্র্যান্ডটিও রেডমি ১২সি ফোনে নতুন আপডেট আনার বিষয়ে কিছু জানায়নি।

Redmi 12C ফোনে আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন 1.0.2.0.UCVINXM। এর সাইজ ৪ জিবি। এই আপডেটের সাথে জানুয়ারি ২০২৪ এর সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। আর হাইপারওএস এর সমস্ত ফিচার Redmi 12C ফোনে মিলবে। অর্থাৎ বাজেট রেঞ্জের ডিভাইস হলেও কোনো কাটছাঁট করা হয়নি।

উল্লেখ্য, HyperOS এর সাইজ MIUI এর থেকেও কম। এটি শাওমির ভেলা ও লিনাক্স এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নয়া এই ওএসে অ্যান্ড্রয়েড ১৪ এর অনেক ফিচার আছে।

Tags:    

Similar News