Redmi 12C ভারতে লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, পেল BIS এর ছাড়পত্র, ফিচার্স দেখে নিন
রেডমি শীঘ্রই বিশ্ববাজারে Redmi 12C নামে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই আনবক্সিং ভিডিও ফাঁস হওয়ার পাশাপাশি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) ডেটাবেসেও স্পট করা গেছে একে। আর এখন, Redmi 12C টিডিআরএ (TRDA) এবং বিআইএস (BIS)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে উপস্থিত হয়েছে যা ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর বাজারে এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়৷ আসুন তাহলে এই সার্টিফিকেশন তালিকাগুলি থেকে Redmi 12C সম্পর্কে কি কি তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।
Redmi 12C-কে দেখা গেল ভারতের BIS এবং সংযুক্ত আরব আমিরাতের TRDA সার্টিফিকেশন সাইটে
22120RN86I মডেল নম্বর সহ রেডমি ১২সি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সার্টিফিকেসন সাইটে তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে এর গ্লোবাল সংস্করণটিকে 22120RN86G মডেল নম্বর সহ টিডিআরএ (TRDA) তালিকায় দেখা গেছে। তবে, এই তালিকাগুলির কোনোটিই ডিভাইসের স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রদান করেনি। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে রেডমি এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটটির একাধিক স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
Redmi 12C-এর সম্ভব্য স্পেসিফিকেশন
উপলব্ধ তথ্যের ওপর ভিত্তি করে বলা যায়, রেডমি ১২সি-তে ৭২০ x ১,৬৫০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন, ৫০০ নিট উজ্জ্বলতা এবং ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইএমএমসি৫.১ স্টোরেজ যুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে।
সাম্প্রতিক লিক থেকে জানা গেছে যে, ফোনটি বিভিন্ন কনফিগারেশনে বাজারে আসবে, যার মধ্যে ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া, Redmi 12C-তে ফটো ও ভিডিওগ্রাফির জন্য একটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, 12C-তে সম্ভবত স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। আর ইউরোপের মার্কেটে এই রেডমি ফোনের প্রারম্ভিক মূল্য ১৪৯ ইউরো (প্রায় ১৩,১০০ টাকা) হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে এর টপ-এন্ড মডেলটির দাম হতে পারে ১৯৯ ইউরো (প্রায় ১৭,৫০০ টাকা)।