Redmi 12C অবশেষে ভারতে লঞ্চ হল, মাত্র 8,999 টাকায় বাজার তোলপাড় করা ফিচার্স
রেডমি আজ (৩০ মার্চ) ভারতীয় বাজারে তাদের দুটি নতুন স্মার্টফোন, Redmi 12C এবং Redmi Note 12 4G উন্মোচন করেছে। যার মধ্যে ১০,০০০ টাকারও কম মূল্যের Redmi 12C একটি দুর্দান্ত ডিভাইস যা বিশাল আকারের এলসিডি ডিসপ্লে, বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি, MediaTek Helio G85 চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি অফার করে৷ আসুন তাহলে Redmi 12C-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে Redmi 12C-এর মূল্য ও লভ্যতা
ভারতের বাজারে রেডমি ১২সি দুটি বিকল্পে এসেছে। এর বেস ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা এবং উচ্চতর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১০,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটি গ্রাফাইট গ্রে, ওশান ব্লু, মিন্ট গ্রিন এবং ল্যাভেন্ডার পার্পল- এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। আগামী ৬ এপ্রিল থেকে অ্যামাজন ইন্ডিয়া, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এমআই স্টোর এবং অফলাইন দোকানগুলিতে রেডমি ১২সি বিক্রির জন্য উপলব্ধ হবে।
Redmi 12C-এর স্পেসিফিকেশন এবং ফিচার
রেডমি ১২সি-তে ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬৫০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করে। এই স্ক্রিনটি ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০০ নিট উজ্জ্বলতা, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০ শতাংশ এনটিএসসি (NTSC) কালার গ্যামট সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইএমএমসি ৫.১ স্টোরেজ যুক্ত রয়েছে।
অতিরিক্ত স্টোরেজের জন্য, রেডমি ১২সি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও অফার করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। উল্লেখযোগ্যভাবে, গুগল ডায়লারের পরিবর্তে এই রেডমি ফোনটি এমআইইউআই ডায়ালার-এর অ্যাক্সেস সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, 12C-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
নিরাপত্তার জন্য, এতে ফেস আনলক ফিচারের পাশাপাশি একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও উপস্থিত রয়েছে। আর এই রেডমি ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি মাইক্রোএসডি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক৷