লঞ্চের পর সবচেয়ে কম দামে Redmi 12C থেকে iPhone 14, দেখুন Amazon Summer সেলের সেরা কয়েকটি ডিল
আজ অর্থাৎ ৪ঠা মে থেকে শুরু হল Amazon Great Summer Sale। সদ্য লাইভ হওয়া এই সেলে একাধিক ক্যাটাগরির প্রোডাক্টের সাথে দুর্দান্ত ছাড় এবং অফার দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। তবে প্রতিবারের মতো এবারও স্মার্টফোন বিভাগের সাথে নজরকাড়া বাম্পার ডিসকাউন্ট থাকছে। শুধু তাই নয়, ব্যাঙ্ক কার্ডে অফ, ইএমআই, ওয়ালেট পে, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপলব্ধ। এক্ষেত্রে আপনি যদি নিজের জন্য একটি প্রিমিয়াম স্মার্টফোনকে সাশ্রয়ী মূল্যে কিনতে চান বা বাজেট রেঞ্জের কোনো হ্যান্ডসেটকে আরো সস্তায় বাড়ি নিয়ে আসতে চান, তবে আজ আমরা আপনাকে সেলে তালিকাভুক্ত ৮টি সেরা স্মার্টফোন ডিল সম্পর্কে জানাবো। এই তালিকায় - Samsung, OnePlus, Redmi, Vivo, এমনকি Apple ব্র্যান্ডের ফোনও অন্তর্ভুক্ত রয়েছে। নিচে বিস্তারিত ভাবে ফোনগুলির অফার সম্পর্কে আলোচনা করা হল…
Amazon Great Summer সেলের সেরা ৮টি স্মার্টফোন ডিল
Apple iPhone 14
অ্যামাজন আয়োজিত গ্রেট সামার সেলে পুরোনো আইফোনের থেকেও কম দামে বিক্রি করা হচ্ছে লেটেস্ট প্রজন্মের আইফোন মডেল! আজ্ঞে হ্যাঁ, অ্যাপল আইফোন ১৪ মডেলটিকে সেল চলাকালীন সর্বোচ্চ ছাড় ও লোভনীয় অফার সহ ৪০,০০০ টাকারও কম দামে কেনা যাবে৷ মূলত এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট অন্তর্ভুক্ত থাকায় ফোনটির দাম এত কম থাকছে এই সেলে।
Samsung Galaxy M14 5G
অ্যামাজন গ্রেট সামার সেলে স্যামসাং ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোনকে ১২,৪৯০ টাকা থেকে পাওয়া যাবে। ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসা এই স্মার্টফোনের সাথে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা উপলব্ধ থাকছে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে গেলে ফোনটির দাম কমে ২,৪৯০ টাকা হবে।
OnePlus Nord CE 3 Lite
ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন কিনতে চান? কিন্তু বাজেট ২০,০০০ টাকারও কম! তবে Amazon Great Summer সেলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট মডেলটি পেয়ে যাবেন। আলোচ্য ফোনকে ব্যাঙ্ক অফার সহ ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। আর পুরোনো হ্যান্ডসেট আপগ্রেড করে এটিকে কিনলে ১৮,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে।
OnePlus 11R 5G
ওয়ানপ্লাস ১১আর ৫জি ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সেল লাইভ থাকাকালীন বিশেষ অফার সহ ৩৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত থাকবে। অন্যান্য অফারের কথা বললে, পুরানো ফোন বিনিময় করার ক্ষেত্রে অতিরিক্তভাবে আরো ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে।
Realme Narzo N55
সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটিকে গত মাসেই লঞ্চ করেছে রিয়েলমি। এটিকে সেলে ১০,২৪৯ টাকায় বিক্রি করা হবে। অন্যান্য অফারের কথা বললে, ফোনটির সাথে এক্সচেঞ্জ অফার উপলব্ধ থাকছে। এছাড়া Amazon Pay Wallet -এর মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক দেওয়া হবে।
Vivo Y56 5G :
ভিভো ওয়াই-সিরিজের এই ফোনটিকে গত ফেব্রুয়ারি মাসে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু অ্যামাজন সেল চলাকালীন এটিকে ব্যাঙ্ক অফার সহ ১৮,৯৯৯ টাকায় বিক্রি করা হবে৷ তবে আপনি যদি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আলাদাভাবে আরো ১৮,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা পেয়ে যাবেন।
Nokia X30 5G
শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসা নোকিয়া এক্স৩০ ৫জি স্মার্টফোনকে এই বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল। ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪৮,৯৯৯ টাকা। কিন্তু এখন এটিকে ৩৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার অন্তর্ভুক্ত। এছাড়া ২৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের বিকল্পও উপলব্ধ থাকছে।
Redmi 12C
দুই মাস আগে লঞ্চ হওয়া রেডমি ১২সি স্মার্টফোনকে অ্যামাজন সামার সেল থেকে ১০,০০০ টাকারও কমে অর্থাৎ মাত্র ৮,৪৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন আপনি। এই দামের মধ্যে ব্যাঙ্ক অফার সামিল রয়েছে। জানিয়ে রাখি, বাজেট-রেঞ্জের এই হ্যান্ডসেটের আসল দাম ১৩,৯৯৯ টাকা।