Redmi 13 5G: আসছে রেডমির নতুন 5G ফোন, শক্তিশালী ব্যাটারি সহ থাকবে 33W চার্জিং সাপোর্ট

By :  techgup
Update: 2024-04-25 03:44 GMT

Redmi 13 5G বাজারে আসতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। জল্পনায় নতুন মাত্রা যোগ করে স্মার্টফোনটি এখন চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ফোনটির শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি চার্জিং স্পিডও প্রকাশ করেছে। চলুন দেখে নিই, Redmi 13 5G সর্ম্পকে কী নতুন তথ্য উঠে এল।

Redmi 13 5G সাপোর্ট করবে 33W ফাস্ট চার্জিং

2406ERN9CC মডেল নম্বর সহ আপকামিং রেডমি 13 5জি চায়না কম্পালসারি সার্টিফিকেশন বা থ্রি-সি সাইটের অনুমোদন পেয়েছে। সার্টিফিকেশন লিস্টিংটি প্রকাশ করেছে যে, এই স্মার্টফোনটির ব্যাটারি 33 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সার্টিফিকেশনটি এও নিশ্চিত করেছে যে রেডমির এই স্মার্টফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।

ফাস্ট চার্জিং ও নেটওয়ার্ক সাপোর্ট ব্যতীত অবশ্য 3C সাইট ফোনটির আর কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি। উল্লেখ্য, চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-এ এক টিপস্টার সম্প্রতি প্রকাশ করেছেন যে, Redmi 13 5G ব্রিজ (Breeze) কোডনাম এবং N19 অভ্যন্তরীণ মডেল নম্বর বহন করে।

ওই টিপস্টারের পোস্ট থেকে আরও জানা গেছে যে, রেডমি কোম্পানির এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাথে আসবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য পাওযারফুল 5,000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে। অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড উভয়ই ব্যবহারকারীদের সন্তুষ্ট করবে।

Tags:    

Similar News