ডিজাইন মনে জিতে নেবে, Redmi 13C এর অফিশিয়াল ছবি সামনে এল, খুব শীঘ্রই লঞ্চ

Update: 2023-11-06 06:41 GMT

রেডমি তাদের একটি নতুন সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা Redmi 13C নামে শীঘ্রই বিশ্ব বাজারে পা রাখবে। ফোনটির সম্পূর্ণ ডিজাইন সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে৷ আর এখন, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে Redmi 13C-এর কিছু ছবি অনলাইনে প্রকাশ করে খুব তাড়াতাড়িই লঞ্চের জল্পনা উস্কে দিয়েছে।

Redmi 13C-এর নতুন টিজার প্রকাশ হল

এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা টিজারে শাওমি জানিয়েছে যে, রেডমি ১৩সি শীঘ্রই বাজারে আসছে। এটি আরও রঙ, নতুন লুক, শক্তিশালী ও স্থিতিশীল কর্মক্ষমতা, বড় ও মসৃণ স্ক্রিন এবং উন্নত ক্যামেরা অফার করবে যা, যা অধিক অ্যাকুরেসি এবং পরিষ্কার দৃশ্য প্রদান করবে।

কোম্পানি প্রকাশিত রেডমি ১৩সি-এর রিয়ার এবং ফ্রন্ট প্যানেলের ছবিতে, ডিসপ্লেতে পুরু চিন ও ওয়াটার-ড্রপ নচ দেখা যায়। স্মার্টফোনটি চারটি রঙে আসবে - ব্ল্যাক, ব্লু, লাইট গ্রীন এবং একটি লাইট ব্লু শেড যা পোকো এফ৫-এর স্নোস্টর্ম হোয়াইট কালারের মতো দেখতে। চলুন রেডমি ১৩সি-এর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি দেখে নিই।

Redmi 13C-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওপ্রকাশ করেছে যে, Redmi 13C-এ ৬.৫৯ ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত থাকবে। আর সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পারফরম্যান্সের জন্য, ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার হবে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। অতিরিক্ত স্টোরেজের জন্য, ফোনে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে। Redmi 13C অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক এমআইইউআই (MIUI) কাস্টম স্কিনে রান করবে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য, এতে ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

Tags:    

Similar News