দাম মাত্র ৬৪৯৯ টাকা, Redmi A1 আজ প্রথম সেলেই নিজের করে নিন

Update: 2022-09-09 12:13 GMT

চলতি সপ্তাহের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Redmi A1 । এই ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে এদেশে এসেছে। আজ প্রথমবার ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হল। ই-কমার্স সাইট অ্যামাজন ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট Mi.com থেকে ফোনটি কেনা যাবে। ফিচারের কথা বললে, Redmi A1 ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর, এইচডি প্লাস ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

Redmi A1 এর দাম

রেডমি এ১ ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা। এটিকে লাইট ব্লু, ক্লাসিক ব্ল্যাক বা লাইট গ্রীন কালার বিকপ্লে পাওয়া যাবে।

Redmi A1 এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি এ১ ফোনে পারফরম্যান্সের জন্য ব‌্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ফোনের সামনে। দেখা যাবে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে, যার ডিজাইন ডিউ-ড্রপ নচ স্টাইলের। এটি নেয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Redmi A1 ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল- ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দাম কম হলেও Redmi A1 স্মার্টফোনে পাওয়া যাবে ১০ ওয়াট চার্জিং সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Tags:    

Similar News