জনপ্রিয় Redmi K30 Pro ও Redmi K30S Ultra ফোনে চলে এল MIUI 14 আপডেট

By :  SUMAN
Update: 2023-03-18 13:07 GMT

Redmi K30 স্মার্টফোন সিরিজ লঞ্চের পর ব্যাপক সাড়া ফেলেছিল। আলোচ্য লাইনআপের অধীনে আসা Redmi K30 Pro এবং Redmi K30S Ultra স্মার্টফোন দুটির পারফর্ম দুর্দান্ত ছিল চীনের বাজারে। প্রসঙ্গত জানিয়ে রাখি, বিশ্ব বাজারে Redmi K30 Pro মডেলটি নামফেরে Poco F2 Pro হিসাবে লঞ্চ হয়েছিল। আর উচ্চতর Redmi K30S Ultra ফোনটি Xiaomi Mi 10T Pro নামে বিশ্ববাজারে পা রাখে। আজ (১৮ই মার্চ) অর্থাৎ আত্মপ্রকাশের প্রায় ৩ বছর পর, উভয় স্মার্টফোনের চীনা ভ্যারিয়েন্টের জন্য Android 13 ভিত্তিক সর্বশেষ MIUI 14 কাস্টম ইউজার ইন্টারফেস আপডেট রিলিজ করা হয়েছে।

Redmi K30 Pro এবং Redmi K30S Ultra স্মার্টফোনে এল Android 13 ভিত্তিক MIUI 14 আপডেট

Redmi K30 Pro স্মার্টফোনের জন্য আসা MIUI 14 আপডেটের বিল্ড নম্বর হল MIUI 14.0.5.0.SJDCNXM। অন্যদিকে Redmi K30S Ultra মডেলে MIUI 14.0.3.O.SJKCNXM বিল্ড নম্বর সহ আপডেট এসেছে। উভয় ডিভাইসের ক্ষেত্রেই ফাইল সাইজ প্রায় ১ জিবি।

Redmi K30 সিরিজের চীনা সংস্করণের জন্য যেহেতু ইতিমধ্যেই MIUI 14 কাস্টম স্কিন আপডেট রোলআউট করা হয়েছে, সেহেতু ফোন দুটির গ্লোবাল ভ্যারিয়েন্ট অর্থাৎ Poco F2 Pro এবং Mi 10T Pro মডেল-দ্বয়ও খুব শীঘ্রই নয়া ওএস আপডেটটি রিসিভ করবে বলে আমরা আশা করতে পারি। যাইহোক, চলুন Redmi K30 Pro এবং Redmi K30S Ultra স্মার্টফোনের জন্য MIUI 14 আপডেটের চেঞ্জলগ দেখে নেওয়া যাক…

Android 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিনের চেঞ্জলগ

হাইলাইট (Highlights) –

• নতুন MIUI সংস্করণটি তুলনায় হালকা এবং কম ডিভাইস মেমরি ব্যবহার করে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে দ্রুত এবং প্রতিক্রিয়াশীল (রেস্পন্সিভ) পারফরম্যান্স প্রদানে সক্ষম।

পার্সোনালাইজেশন (Personalization)

• নতুন MIUI পার্সোনালাইজেশনের দিকে বিশেষ মনোযোগ দেবে, যার দরুন আরো উন্নত ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব হবে।

• MIUI 14 -এ সুপার আইকন নামে একটি নয়া ফিচার সাপোর্ট করে, যা ডিভাইসের হোম স্ক্রিনকে একটা ‘ফ্রেশ লুক’ বা নতুন চেহারা দেবে৷

• হোম স্ক্রিন ফোল্ডারগুলি ইউজার দ্বারা সর্বাধিক ব্যবহৃত বা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলিকে বেশি করে হাইলাইট করবে, যাতে সেগুলিকে একবার মাত্র ট্যাপ করেই ওপেন করা যায়৷ আরো সোজা ভাষায় বললে, ইজি অ্যাক্সেস প্রদানের জন্য ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাপগুলি উপস্থিত থাকবে৷

নতুন ফিচার এবং উন্নতিকরণ (New features and improvements) :

• এই নতুন ওএস আপডেটে, সেটিংস বিকল্পের অধীনে সার্চ করার পদ্ধতি আরো উন্নত ও অ্যাডভান্স হয়েছে। ফলে দৃশ্যত সার্চ হিস্ট্রি এবং রেজাল্ট ক্যাটাগরি এখন অনেক বেশি আকর্ষণীয় দেখাবে।

সিস্টেম (System) –

• সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক স্থিতিশীল এমআইইউআই আপডেট।

• আরো উন্নত সিস্টেম নিরাপত্তা প্রদানের জন্য এই নয়া কাস্টম ওএস স্কিন ফেব্রুয়ারি ২০২৩ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট অফার করবে।

Redmi K30 Pro এবং Redmi K30S Ultra স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক MIUI 14 আপডেট আপডেটটি পর্যায়ক্রমে রোলআউট করা হচ্ছে। আপনি যদি নিজের শাওমি ব্র্যান্ডিংয়ের (Mi / Redmi / Poco) স্মার্টফোনে এই নয়া সফ্টওয়্যার আপডেট এসেছে কিনা চেক করতে চান তবে, ফোনের Settings > About Phone > MIUI Version > Check for Updates অপশনগুলি অনুসরণ করুন।

Tags:    

Similar News