Redmi K50 লঞ্চ হল 512 জিবি স্টোরেজ সহ, প্রথম সেলে পাওয়া যাবে অবিশ্বাস্য দামে
গত মার্চ মাসে স্মার্টফোন ব্র্যান্ড রেডমি হোম মার্কেট চীনে লঞ্চ করে তাদের Redmi K50 সিরিজটি। এই লাইনআপের অধীনে প্রথমে লঞ্চ হয় Redmi K50 Gaming Edition-টি এবং তারপর Redmi K50 ও Redmi K50 Pro-মডেল দুটিও উন্মোচিত হয়। লঞ্চের পর এই ডিভাইসগুলি দেশীয় বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আর এখন চীনের বাজারে স্ট্যান্ডার্ড মডেল, Redmi K50 এর একটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং সিরিজের সবকটি মডেলের জন্য একটি নতুন কালার অপশন উন্মোচন করেছে সংস্থা। তাই এবার থেকে এই K50-এর বাকি কনফিগারেশনগুলির সাথে ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেল এবং অন্যান্য কালার অপশনের সাথে নতুন কিংজু (Qingxue) কালার ভ্যারিয়েন্টটিও মিলবে।
বাজারে আসছে Redmi K50-এর নতুন কালার অপশন ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
রেডমি তাদের সাম্প্রতিক কে৫০ হ্যান্ডসেটের একটি নতুন ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে, যা ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করবে। এই নতুন মডেলটির দাম রাখা হয়েছে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৭০০ টাকা)। এটি এখন চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ২৬ মে থেকে এর বিক্রি শুরু হবে। সেই সাথে, সংস্থা রেডমি কে৫০ সিরিজের জন্য কিংজু নামক একটি নতুন কালার অপশনও চালু করেছে, যা আদতে একটি ম্যাট হোয়াইট ব্যাক প্যানেলের সাথে আসবে। এটি আনুষ্ঠানিকভাবে ১৮ জুন থেকে কেনার জন্য উপলব্ধ হবে এবং এর প্রারম্ভিক মূল্য ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৯০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
রেডমি কে৫০-এর স্পেসিফিকেশন (Redmi K50 Specifications)
রেডমি কে৫০ ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কোয়াড-এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত। এটি এখন থেকে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে, Redmi K50-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে৷ আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের স্ন্যাপার বর্তমান।
এছাড়া, Redmi K50 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, এই রেডমি হ্যান্ডসেটে ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।