Redmi ফোন কেনার সুবর্ণ সুযোগ, নতুন 5G ফোন 20 হাজার টাকা পর্যন্ত সস্তা

By :  techgup
Update: 2023-03-09 10:58 GMT

আপনি যদি হালফিলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কোনো নামজাদা ব্র্যান্ডের একটি দুর্দান্ত 5G স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে ব্যাপারটা হল, গত রবিবার Amazon তাদের ‘5th Gear’ 5G স্টোর লঞ্চ করেছে। এই স্টোরের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটটি হালফিলে বিভিন্ন নামজাদা স্মার্টফোন ব্র্যান্ডের লেটেস্ট 5G হ্যান্ডসেটের উপর আকর্ষণীয় ছাড় এবং অফার দিচ্ছে, যার দৌলতে বিভিন্ন স্বনামধন্য কোম্পানির একাধিক ধামাকাদার স্মার্টফোন অত্যন্ত কম খরচে কিনতে সক্ষম হবেন ক্রেতারা। সেক্ষেত্রে আপনার বাজেট যদি ২৫,০০০ টাকার কম হয়, তাহলে Redmi K50i 5G ফোনটি আপনার জন্য একটি দারুণ বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে। আসুন এই মুহূর্তে ফোনটি কিনতে হলে ইউজারদের ঠিক কত টাকা খসাতে হবে, তা জেনে নেওয়া যাক।

Amazon-এর ‘5th Gear’ 5G স্টোর থেকে অত্যন্ত সস্তায় কিনে নিন Redmi K50i 5G

আপনাদেরকে জানিয়ে রাখি, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রেডমির এই ফোনটির এমআরপি ৩১,৯৯৯ টাকা। তবে বর্তমানে অ্যামাজনের ৫জি স্টোরে উপলব্ধ ২৫ শতাংশ ছাড়ের সুবাদে ইউজাররা এই ডিভাইসটি ২৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার, আলোচ্য হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্টও দিচ্ছে সংস্থাটি। তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই ডিভাইসটি কিনলে ২০,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যেতে পারে৷ উপরন্তু, চলতি সময়ে ফোনটি কিনলে ৬ মাসের জন্য স্পটিফাই প্রিমিয়াম (Spotify Premium)-এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন ক্রেতারা।

Redmi K50i 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও, ৬৫০ নিটস পিক ব্রাইটনেস, ডলবি ভিশন (Dolby Vision) এবং এইচডিআর১০ (HDR10) টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ (MediaTek Dimensity 8100) প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। ফোনটিতে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ (UFS 3.1) অনবোর্ড স্টোরেজ মিলবে। নিরাপত্তার জন্য ডিভাইসটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার মজুত রয়েছে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, রেডমির এই ফোনে এলইডি (LED) ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রেডমির এই হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।

Tags:    

Similar News