Redmi K60 Pro ফোনে থাকবে Sony-র ক্যামেরা, স্বচ্ছ ছবি তুলতে বিশেষ প্রযুক্তি
রেডমি আগামীকাল (২৭ ডিসেম্বর চীনে) Redmi K60 সিরিজ উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড K60, K60 Pro এবং K60E এই তিনটি মডেল আত্মপ্রকাশ করতে পারে। আর এখন লঞ্চের আগে, ক্রেতাদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল Redmi K60 Pro-এর প্রাইমারি ক্যামেরার তথ্য প্রকাশ করেছে। আসুন জেনে নিই সেটি কী।
ফাঁস হল Redmi K60 Pro-এর প্রাইমারি ক্যামেরার তথ্য
রেডমি দ্বারা প্রকাশিত পোস্টারে দেখা গেছে, নতুন রেডমি কে৬০ প্রো-তে সনি আইএমএক্স৮০০ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টের সাথে আসবে। উল্লেখ্য, এই একই ক্যামেরা সেন্সর শাওমি ১৩-এও ব্যবহার করা হয়েছে।
এছাড়াও, কোম্পানি নিশ্চিত করেছে যে রেডমি কে৬০ প্রো মডেলটি শাওমি ইমেজিং ব্রেইন ২.০-এর সাথে আসবে, যা অপটিক্স, কালার, তথ্য প্রক্রিয়াকরণ প্রবাহ এবং দৃশ্য অপ্টিমাইজেশনে সহায়তা করে৷ এটি আবার ক্যামেরা চালু করা, ফোকাস করা, স্ন্যাপশট এবং ছবি প্রিভিউ করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেও সাহায্য করে। তবে কে৬০ প্রো-এর সহায়ক ক্যামেরাগুলি ও সেলফি ক্যামেরা সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।
এখনও পর্যন্ত যে সব তথ্যগুলি সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, Redmi K60 Pro-এ ওলেড (OLED) প্যানেল থাকবে যা কিউএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২ বিট কালার, ৫২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,৪০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে। এটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
Redmi K60 Pro কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে। ডিভাইসটিতে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফ্ল্যাগশিপ ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
উল্লেখ্য, Redmi K60 Pro-এর সাথে Redmi K60E এবং K60 মডেল দুটি লঞ্চ হবে। এই ডিভাইসগুলি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ এবং স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের সাথে আসবে বলে জানা গেছে। আর K60 Pro কয়েক সপ্তাহ পরে বিশ্ব বাজারে Poco F5 5G নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।