Redmi K60 সিরিজ নতুন বছরের শুরুতেই আলোড়ন ফেলতে আসছে, ফিচার্স কেমন?
শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি তাদের পরবর্তী K-সিরিজের ফোনগুলি দেশীয় বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি আগামী বছর জানুয়ারি মাসে চীনে Redmi K60 লাইনআপটির ওপর থেকে পর্দা সরাবে বলে শোনা যাচ্ছে। এই সিরিজে প্রথমে তিনটি ফোন অন্তর্ভুক্ত থাকতে পারে, যেগুলি Redmi K60, K60 Pro এবং K60E নামে বাজারে আত্মপ্রকাশ করবে। আবার শোনা যাচ্ছে, K60 সিরিজটি চীনের বাইরে বিভিন্ন বাজারে বিভিন্ন নামে উন্মোচিত হবে। কোম্পানিটি এখনও এর লঞ্চ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে এবার, একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Redmi K60 সিরিজের হ্যান্ডসেটগুলি ইতিমধ্যেই গণ উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করেছে। এর পাশাপাশি প্রতিবেদনে আসন্ন K-সিরিজের স্মার্টফোনগুলির কিছু স্পেসিফিকেশন এবং ফিচারও প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে নয়া রিপোর্টটি থেকে আসন্ন সিরিজটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
শুরু হল Redmi K60 সিরিজের গণ উৎপাদন
রেডমি কে৬০ সিরিজটি ২০২৩ সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে, খুব সম্ভবত আগামী ২২ জানুয়ারী চীনা চন্দ্র নববর্ষের আগেই এটি দেশীয় বাজারে পা রাখবে। তার আগেই প্রকাশ করা হয়েছে যে, নয়া সিরিজটির গণ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। এর সাথেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, স্ট্যান্ডার্ড কে৬০ এবং কে৬০ প্রো মডেল দুটি আসন্ন অ্যান্ড্রয়েড ভিত্তিক এমআইএইআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে। সেখানে, লোয়ার-এন্ড কে৬০ই ফোনটিতে এমআইএইআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনটি প্রি-ইনস্টল করা থাকবে।
প্রসঙ্গত, কে৬০ই-এর গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের তালিকাটি থেকে জানা গেছে যে, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। আবার, রেগুলার রেডমি কে৬০-তে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হবে, যেখানে কে৬০ প্রো সম্ভবত স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট সহ আসতে পারে। আরও জানানো হয়েছে যে, কে৬০ মডেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ২কে (2K) ডিসপ্লে অফার করবে। ডিভাইসটি ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং প্রথমবারের জন্য ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেও জানা গেছে।
এছাড়াও সম্প্রতি, Redmi K60-এর স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটি একটি কেন্দ্রীয় পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফ্ল্যাট স্ক্রিনটির চারপাশে খুব পাতলা বেজেল দেখা যাবে। এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। ফটোগ্রাফির জন্য , ফোনটির ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত থাকতে পারে।
আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও দেখা যাবে। রেডমি সম্ভবত সর্বাধিক ১২ জিবি র্যামের সাথে এই ফোনটি লঞ্চ করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K60 শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে।