Xiaomi বড় ঘোষণা করল, 2028 সাল পর্যন্ত এই স্মার্টফোনে আসবে সফটওয়্যার আপডেট

Update: 2023-08-23 09:05 GMT

অ্যান্ড্রয়েড ডিভাইস মূলত হার্ডওয়্যারের গুণগত মানের জন্য সুপরিচিত হলেও সফ্টওয়্যার আপডেট সাইকেলের ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। Google Pixel এবং হাতেগোনা Samsung Galaxy মডেল বাদ দিলে বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এক থেকে দুই বছরের পর প্রতিশ্রুতি মতো সফ্টওয়্যার সাপোর্ট পাওয়ার ঘটনা বিরল। তবে শোনা যাচ্ছে, শাওমি (Xiaomi) পরবর্তী প্রধান অ্যান্ড্রয়েড অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) হতে পারে, যারা গুগল এবং স্যামসাংয়ের মতো দীর্ঘমেয়াদি সফ্টওয়্যার সাপোর্ট প্রদান করবে। কেননা, কোম্পানিটি সম্প্রতি লঞ্চ হওয়া Redmi K60 Ultra-এর জন্য দীর্ঘ সফ্টওয়্যার সাপোর্ট সাইকেল ঘোষণা করেছে৷

Redmi K60 Ultra কতগুলি সফ্টওয়্যার আপডেট পাবে?

রেডমি তাদের অফিসিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে একটি পোস্ট জানিয়েছে যে, রেডমি কে৬০ আল্ট্রা কমপক্ষে চারটি বড় অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবে। যা ঠিক স্যামসাংয়ের মতো। রেডমি কে৬০ আল্ট্রা গত সপ্তাহে অ্যান্ড্রয়েড ১৩ ওএস সহ চীনে লঞ্চ হয়েছে। সুতরাং, স্মার্টফোনটিকে অন্তত অ্যান্ড্রয়েড ১৭ পর্যন্ত আপগ্রেড করা হবে। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, কারণ এর আগে দেখা গেছে শাওমি এবং রেডমি ফোনগুলি অনেক বছর ধরে এমআইইউআই আপডেট পেলেও, খুব কমই অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড গ্রহণ করে।

অতিরিক্ত এক বছরের সিকিউরিটি আপডেট রেডমি কে৬০ আল্ট্রা-এর জন্য একটি ভাল সংযোজন হবে। অর্থাৎ, মেজর সিস্টেম আপগ্রেড ২০২৭ সালে বন্ধ হয়ে গেলেও, ব্যবহারকারীরা আরও এক বছরের জন্য সিকিউরিটি প্যাচ পেতে থাকবেন। যারা দামী ফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে সুসংবাদ।

এছাড়াও, রেডমি তাদের ওয়েইবো পোস্টে জানিয়েছে যে, Redmi K60 Ultra-এর প্রথম ব্যাচের একটি অংশ শীঘ্রই MIUI 15 আপগ্রেড পাবে। শাওমির এই নিজস্ব সফ্টওয়্যারটি বর্তমানে অভ্যন্তরীণ পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এক্সটেন্ডেড সফ্টওয়্যার সাপোর্ট শুধু Redmi K60 Ultra-র জন্য চীনে লঞ্চ করা ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি গ্লোবাল মার্কেটে উপলব্ধ সমস্ত ফোনে মিলবে, তাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, Redmi K60 Ultra বিশ্ববাজারে Xiaomi 13T Pro হিসেবে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। এই নতুন স্মার্টফোনটি স্ট্যান্ডার্ড Xiaomi 13T-এর সাথে আগামী ১ সেপ্টেম্বর বাজারে পা রাখতে পারে। K60 Ultra এবং 13T Pro - এই দুই মডেলের মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকবে বলে মনে করা হচ্ছে, সম্ভবত ক্যামেরা বিভাগে। তবে বেশিরভাগ বৈশিষ্টই একইরকম হবে।

Tags:    

Similar News