Dimensity 9200+ প্রসেসর সহ নতুন ফোন আনছে Redmi, পারফরম্যান্স হবে অতুলনীয়

Update: 2023-08-02 09:16 GMT

বহু প্রতীক্ষিত Redmi K60 Ultra স্মার্টফোনটি চলতি মাসে শাওমি দ্বারা আয়োজিত একটি ইভেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। চীনে অনুষ্ঠিত হতে চলা এই ইভেন্টে উল্লেখিত স্মার্টফোনটির পাশাপাশি Xiaomi Mix Fold 3 এবং Redmi Pad 2- এর মতো আরও কিছু নতুন শাওমি প্রোডাক্ট লঞ্চ হবে বলেও জানা গেছে। যদিও কোম্পানির তরফে এখনও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এখন Redmi K60 Ultra ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে MediaTek Dimensity 9200 Plus চিপের সাথে তালিকাভুক্ত হয়েছে, যা শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে। বেঞ্চমার্ক লিস্টিং থেকে আর কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Redmi K60 Ultra হাজির Geekbench ডেটাবেসে

23078RKD5C মডেল নম্বর সহ রেডমি কে৬০ আল্ট্রা গিকবেঞ্চে উপস্থিত হয়েছে। এটি কোরোট (Corot) কোডনেম যুক্ত একটি মিডিয়াটেক প্রসেসর দ্বারা চালিত হবে, যার প্রাইম কোরের পিক ক্লক স্পিড ৩.৩৫ গিগাহার্টজ। তিনটি পারফরম্যান্স কোর ৩.০ গিগাহার্টজে রান করে এবং বাকি চারটি এফিসিয়েন্সি কোর ২.০ গিগাহার্টজে ক্লক করা হয়েছে। যা দেখে অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটিতে সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে।

গিকবেঞ্চ ডেটাবেস থেকে এও জানা গেছে যে, রেডমি কে৬০ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং ১৬ জিবি র‍্যাম অফার করবে। এছাড়া বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গিকবেঞ্চ ৬ (Geekbench 6)-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে এই রেডমি ফোনটি যথাক্রমে ১,২৮৮ পয়েন্ট এবং পয়েন্ট ৪,১২১ স্কোর করেছে। এটি ইঙ্গিত করে যে ডিভাইসটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

জানিয়ে রাখি, বেশ কিছু সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে Redmi K60 Ultra-এ চিত্তাকর্ষক (1.5K) রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ বড় ৬.৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে থাকবে। এটি ১২/১৬ জিবি র‍্যাম এবং ১টিবি/ ৫১২ জিবি স্টোরেজ অপশনে আসতে পারে। এছাড়া, Redmi K60 Ultra-এর ব্যাটারির ক্ষমতা ৫,০০০ এমএএইচ থেকে ৫,৫০০ এমএএইচ-এর মধ্যে থাকতে পারে। এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলেও জানা গেছে। ফোনটি সম্ভবত স্লিক ব্ল্যাক এবং ভাইব্র্যান্ট সায়ান কালার অপশনে পাওয়া যাবে।

Tags:    

Similar News