Redmi ও Poco-র হাত ধরে আসছে একঝাঁক দুর্ধর্ষ ফোন, সামনে এল প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য
রেডমি (Redmi) জুলাই বা আগস্টে চীনে Redmi K60 Ultra লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি ব্র্যান্ডের K60 সিরিজের শেষ ফোন হবে বলে মনে করা হচ্ছে। এরপর বছরের শেষের দিকে Redmi K70 ফ্ল্যাগশিপ সিরিজ আত্মপ্রকাশ করতে পারে। তার আগেই এই লাইনআপে অন্তর্ভুক্ত Redmi K70e, Redmi K70 এবং Redmi K70 Pro মডেলকে আইএমইআই সাইটে স্পট করা গেছে। মনে করা হচ্ছে, K70 এবং K70 Pro বিশ্ব বাজারে Poco F6 এবং Poco F6 Pro হিসাবে রিব্র্যান্ড করা হবে। ফোনগুলির বিষয়ে এখনও অবধি কি কি তথ্য সামনে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
Redmi K70 সিরিজের তিনটি মডেল IMEI ডেটাবেসে হাজির
শাওমিইউআইয়ের রিপোর্ট থেকে জানা গেছে যে, রেডমি কে৭০ সিরিজের স্মার্টফোনগুলি আইএমইআই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে৷ সেখানে উল্লেখিত 23117RK66C, 2311DRK48C এবং 23113RKC6C মডেল নম্বরগুলি যথাক্রমে রেডমি কে৭০ই, স্ট্যান্ডার্ড রেডমি কে৭০ এবং রেডমি কে৭০ প্রো-এর সঙ্গে যুক্ত বলে অনুমান৷ উল্লেখ্যযোগ্যভাবে, মডেল নম্বরে থাকা "2311" সংখ্যাগুলি ইঙ্গিত করছে যে এগুলি নভেম্বর মাসের মধ্যেই চীনে আত্মপ্রকাশ করতে পারে।
অন্যদিকে, এও শোনা যাচ্ছে যে, পূর্বসূরি কে৬০ সিরিজের মতো রেডমি কে৭০ লাইনআপটিও এ বছর ডিসেম্বরে লঞ্চ হতে পারে। এই সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটি সম্ভবত বিশ্ববাজারে পোকো এফ৬ এবং পোকো এফ৬ প্রো হিসাবে লঞ্চ হবে। সুতরাং, আইএমইআই ডেটাবেসের লিস্টিং অনুসারে আসন্ন পোকো এফ৬ ফোনটির মডেল নম্বর হবে 2311DRK48G (গ্লোবাল) এবং 2311DRK48I (ভারত)৷
এছাড়া, উচ্চতর পোকো এফ৬ প্রো 23113RKC6G (গ্লোবাল) এবং 23113RKC6I (ভারত) মডেল নম্বর বহন করবে। Redmi K70 এবং K70 Pro যথাক্রমে Snapdragon 8 Gen 2 এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসতে পারে। এতে লেদার-টেক্সচারযুক্ত রিয়ার প্যানেল এবং টেলিফটো ক্যামেরা অফার করা হবে বলে আশা করা হচ্ছে। পোকো আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তাদের F6 সিরিজ লঞ্চ করতে পারে।