Redmi K70 সিরিজে বড় চমক, ফ্ল্যাগশিপ প্রসেসর থাকা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সংস্থার
শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি নভেম্বরের শেষের দিকে Redmi K70 সিরিজ লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। রেডমির নতুন ফোনগুলির ডিজাইন সহ স্পেসিফিকেশন বিষয়ক বিভিন্ন তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। এবার স্বয়ং রেডমির জেনারেল ম্যানেজার Redmi K70 সিরিজের স্মার্টফোনে হাই-এন্ড Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে বলে বড়সড় ইঙ্গিত করেছেন।
Redmi K70-এ থাকতে পারে Qualcomm-এর Snapdragon 8 Gen 2 চিপ
চীনে শাওমির প্রেসিডেন্ট এবং রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং, দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ প্রসেসরের প্রশংসা করতে ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-এ একটি পোস্ট করেছেন। চিপটিকে ব্যতিক্রমী কর্মক্ষমতা এবং শক্তি দক্ষতার কারণে "ফ্ল্যাগশিপ ডার্লিং অফ ২০২৩" বলে অভিহিত করেছেন তিনি। এমনকি, লু ওয়েবিং তার পোস্টে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি আগের স্ন্যাপড্রাগন ৮৭০-এর সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবে কিনা, তাও প্রশ্ন করেছেন।
শাওমির সিইও লেই জুন-ও লু ওয়েবিংয়ের বক্তব্যকে সমর্থন করেছেন। যদিও কর্মকর্তাদের মধ্যে কেউই স্পষ্টভাবে রেডমি কে৭০-এর কথা উল্লেখ করেননি, তবে তাদের পোস্টগুলি ইঙ্গিত করছে যে স্মার্টফোনটি প্রকৃতপক্ষে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ আসবে। গত মাসে, রেডমি কে৭০ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি ব্যবহৃত হবে বলে অফিশিয়ালি ঘোষণা করা হয়েছে এবং এটি সম্ভবত হাই-এন্ড রেডমি কে৭০ প্রো মডেলে থাকবে।
উল্লেখ্য, Redmi K70 সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে - Redmi K70, Redmi K70 Pro এবং Redmi K70E। Redmi K70 Pro লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরর সাথে লাইনআপের একদম ওপরে অবস্থান করবে। দ্বিতীয়-প্রজন্মের Snapdragon 8 চিপ দ্বারা চালিত Redmi K70, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে অনুরূপ কর্মক্ষমতা প্রদান করবে। পরিশেষে, লোয়ার-এন্ড Redmi K70E মডেলটি MediaTek Dimensity 8300 প্রসেসর যুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে পা রাখতে পারে।