Redmi K70 Pro-তে সেরা অ্যান্ড্রয়েড প্রসেসর, নাম প্রকাশ করে উদ্দীপনা বাড়িয়ে দিল শাওমি

Update: 2023-11-24 03:28 GMT

শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড রেডমি আজই আনুষ্ঠানিকভাবে Redmi K70 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ নভেম্বর এই সিরিজের অধীনে Redmi K70, Redmi K70E এবং Redmi K70 Pro চীনে আত্মপ্রকাশ করবে৷ শাওমি ইতিমধ্যেই Redmi K70E-এর স্পেসিফিকেশনগুলি প্রকাশ করে MediaTek Dimensity 8300 Ultra প্রসেসর ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে। এছাড়াও, Redmi K70E ১২ বিট ১.৫কে ডিসপ্লের সাথে আসবে, যা ১,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। আর এখন কোম্পানি Redmi K70 Pro-এর প্রসেসরের নাম ঘোষণা করেছে।

প্রকাশিত হল Redmi K70 Pro-এর প্রসেসরের নাম

একটি নতুন অফিসিয়াল টিজারে কে৭০ সিরিজের টপ-এন্ড রেডমি কে৭০ প্রো মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। শাওমি এই স্মার্টফোনের জন্য একটি নতুন আইস-কুলিং সিস্টেমও নিয়ে আসছে, যা নতুন সেল্ফ-ডেভলপড হিট-ডিসিপেশন উপাদান ব্যবহার করে বলে জানা গেছে।

এছাড়াও, রেডমি স্মার্টফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ক্ষমতার ওপরও জোর দিচ্ছে। রেডমি কে৭০ই-এর মতো, প্রো মডেলটিতেও জেনারেটিভ এআই ক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যা ইউজারদের প্রম্পট ব্যবহার করে বাক্য এবং ছবি তৈরি করতে সক্ষম করবে।

যদিও, বেস Redmi K70-এ ব্যবহৃত প্রসেসরটির নাম এখনও অনিশ্চিত। তবে, একটি সূত্র দাবি করেছে যে এটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দ্বারা চালিত হবে। ২৯ নভেম্বর লঞ্চের আগে Redmi K70 সিরিজ সম্পর্কে আরও তথ্য কোম্পানি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News