বিক্রি বন্ধ হল জনপ্রিয় Redmi K70 সিরিজের, শীঘ্রই বাজারে আসছে Redmi K80 সিরিজ?
Redmi K70 Sales Discontinue in China - ওয়াং টেং থমাস তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে আসন্ন রেডমি কে৮০ সিরিজের লঞ্চের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, এটিকে "নিউ চ্যাম্পিয়ন" বলে অভিহিত করেছেন এবং প্রকাশ করেছেন যে ডিভাইসগুলি হাতে পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে।
সম্প্রতি চীনের অনেক ক্রেতারাই রেডমি কে৭০ (Redmi K70) সিরিজের ফোন কিনতে গিয়ে দেখছেন এগুলি আর স্টকে নেই। যারপর আজ শাওমির চায়না মার্কেটিং ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার, ওয়াং টেং থমাস কে৭০-এর সেল সাইকেলের প্রাথমিক সমাপ্তি এবং এর পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে ঘোষণা করেছেন। তিনি আরও বলেছেন যে, রেডমি কে৭০ এর শক্তিশালী পারফরম্যান্স ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে, এটি ২০২৪ সালে ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,৪২৫ টাকা) থেকে ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৫,১৪০ টাকা) মূল্যের মধ্যে সর্বাধিক বিক্রিত ফোনে পরিণত হয়েছে। এর পাশাপাশি জেনারেল ম্যানেজার Redmi K80 সিরিজের আসন্ন লঞ্চের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন।
শীঘ্রই লঞ্চ হচ্ছে রেডমি কে৮০ সিরিজ
ওয়াং টেং থমাস তার সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে আসন্ন রেডমি কে৮০ সিরিজের লঞ্চের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, এটিকে "নিউ চ্যাম্পিয়ন" বলে অভিহিত করেছেন এবং প্রকাশ করেছেন যে ডিভাইসগুলি হাতে পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে। যাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের জরুরি প্রয়োজন রয়েছে এবং রেডমি ব্র্যান্ডেরই ডিভাইস চান, তাদের জন্য তিনি এই মুহূর্তে রেডমি কে৭০ আল্ট্রা ফোনটিকে সুপারিশ করেছেন, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসরে চলে।
জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে রেডমি কে৭০ সিরিজের অধীনে তিনটি ডিভাইস এসেছিল - রেডমি কে৭০ই, রেডমি কে৭০ এবং রেডমি কে৭০ প্রো, এদের দাম শুরু হয় ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা) থেকে। তিনটি ফোন যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলে। রেডমি কে৭০ প্রো চীনা বাজারের সীমাবদ্ধ রয়েছে, তবে কে৭০ই এবং স্ট্যান্ডার্ড কে৭০ যথাক্রমে বিশ্ব বাজারে পোকো এক্স৬ প্রো এবং পোকো এফ৬ প্রো হিসাবে রিব্র্যান্ড করা হয়েছে।
গত সপ্তাহে ওয়াং টেং থমাস নিশ্চিত করেছেন যে, রেডমি কে৮০ সিরিজে রেডমি কে৮০ই নামে কোনও মডেল থাকবে না। নতুন লাইনআপে দুটি ডিভাইস থাকবে বলে আশা করা হচ্ছে - রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ প্রো। উভয় ফোনই আইকো নিও ১০ এবং আইকো নিও ১০ প্রো হ্যান্ডসেটগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে, যেগুলি নভেম্বরের শেষের দিকে বাজারে আসতে পারে। লেটেস্ট রিপোর্ট থেকে জানা গেছে যে, আইকো নিও ১০ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ থাকবে, আর নিও ১০ প্রো মডেলটি ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটের সাথে আসবে।
এদিকে রেডমি কে৮০ এবং রেডমি কে৮০ ফোনে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটগুলি থাকবে বলে আশা করা হচ্ছে। শাওমির কর্মকর্তা একাধিক অনুষ্ঠানে উল্লেখ করেছেন যে, রেডমি কে৮০ সিরিজটি আগের তুলনায় ব্যয়বহুল হবে।