প্রথম সেলেই রেকর্ড! মাত্র পাঁচ মিনিটে Redmi K70 সিরিজের 6 লক্ষ ফোন বিক্রি হয়ে গেল

Update: 2023-12-01 14:59 GMT

গত পরশু (২৯ নভেম্বর) চীনা বাজারে পা রেখেছে নতুন Redmi K70 সিরিজটি, যা তিনটি মডেলের সমন্বয়ে গঠিত, এগুলি হল Redmi K70e, Redmi K70 এবং Redmi K70 Pro। আর আজ সেলের প্রথম দিনেই বাজিমাত করেছে এই লেটেস্ট Redmi K সিরিজের ফোনগুলি। কোম্পানি এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে জানিয়েছে যে, সেল শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই Redmi K70 সিরিজের ৬ লক্ষ ফোন বিক্রি হয়ে গেছে।

Redmi K70 বিক্রির প্রথম দিনেই অভূতপূর্ব সাফল্যের মুখ দেখেছে

প্রাথমিক সেল চলাকালীন, রেডমি কে৭০ সিরিজটি শুধুমাত্র প্রথম পাঁচ মিনিটের মধ্যে ৬,০০,০০০ ইউনিট বিক্রির উল্লেখযোগ্য মাইলফলকই অতিক্রম করেনি, তার পাশাপাশি এটি গত ডিসেম্বরে লঞ্চ হওয়া পূর্বসূরি রেডমি কে৬০ সিরিজের সেলের পরিমাণ দ্বিগুণ করে ব্যতিক্রমী সাফল্য লাভ করেছে। রেডমির মার্কেটিং জেনারেল ম্যানেজার ওয়াং টেং জানিয়েছেন যে, এই সাফল্য নিঃসন্দেহে রেডমি কে-সিরিজের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সেল রেকর্ড গড়েছে।

Redmi K70 সিরিজের দাম

মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০-আল্ট্রা চিপসেট সমন্বিত প্রথম ফোন হিসেবে বাজারে আসা রেডমি কে৭০ই-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৬৮০ টাকা) রাখা হয়েছে৷ এছাড়াও, এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলগুলি মূল্য যথাক্রমে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৮৪০ টাকা) এবং ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৫৪০ টাকা)।

এরপর, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট সমন্বিত সাব-ফ্ল্যাগশিপ ফোন, Redmi K70-ও একাধিক কনফিগারেশন অফার করে। এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৩৬০ টাকা)। আর টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলটি ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,২৫৫ টাকা) মূল্যে পাওয়া যায়।

সর্বোপরি, Redmi K70 Pro-এর বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম মাত্র ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৭৬০ টাকা)। এটিকে বর্তমানে লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন বলা হয়। ডিভাইসটির ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ২৪ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ সংস্করণগুলির দাম যথাক্রমে 3,599 ইউয়ান (প্রায় ৪২,৩০০ টাকা), ৩,৮৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৮১০ টাকা) এবং ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫১,৬৮৫ টাকা)।

জানিয়ে রাখি, Redmi K70e ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার এবং পেল গ্রীন কালার অপশনগুলিতে উপলব্ধ। অন্যদিকে, Redmi K70 এবং K70 Pro মডেল দুটি ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার, ব্যাম্বু মুন ব্লু কালার শেড গুলিতে পাওয়া যাবে। এছাড়া, রেগুলার মডেলটিকে বিশেষ এগপ্ল্যান্ট লাইট পার্পল কালারেও কেনা যাবে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন Poco X6 Pro 5G বিশ্ব বাজারে Redmi K70e-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে লঞ্চ হবে। অন্যদিকে, Redmi K70 Pro গ্লোবাল মার্কেটে Poco F6 Pro 5G হিসাবে রিব্র্যান্ড করা হবে বলে শোনা যাচ্ছে। তবে, Poco F6 5G ফোনটি বাজারে MediaTek Dimensity 9200+ চিপসেট সহ আসার সম্ভাবনা।

Tags:    

Similar News