প্রিমিয়াম পারফরম্যান্সের স্বাদ দেবে Redmi K70 সিরিজ, আসছে সবচেয়ে শক্তিশালী Snapdragon প্রসেসরের সাথে

By :  SUPARNA
Update: 2023-11-21 07:18 GMT

Xiaomi বর্তমানে Redmi K70 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে আসন্ন লাইনআপটি বিদ্যমান Redmi K60 সিরিজের উত্তরসূরি হিসাবে আসবে। ফলে উত্তরসূরি ও পূর্বসূরির মধ্যে ফিচারগত সদৃশ্যতা থাকা খুবই স্বাভাবিক। যদিও কিছু বিভাগে বড়সড় আপগ্রেডেশন নজরে পড়তে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিলো। এক্ষেত্রে Xiaomi সংস্থার প্রেসিডেন্ট লু ওয়েইবিং (Lu Weibing) হালফিলে, আসন্ন Redmi K70 সিরিজের স্মার্টফোনগুলির প্রসেসর সম্পর্কিত তথ্যাদি নিশ্চিত করেছেন। যার থেকে জানা যাচ্ছে, উক্ত সিরিজে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া এই সিরিজের একাধিক ডিভাইস ইতিমধ্যেই বেঞ্চমার্কিং সাইট GeekBench এবং 3C সার্টিফিকেশন পোর্টালে উপস্থিত হওয়ায় এগুলির একাধিক কী-ফিচার প্রকাশ্যে এসে গেছে।

Redmi K70 সিরিজের চিপসেট নিশ্চিত করল Xiaomi

শাওমির প্রেসিডেন্ট লু ওয়েইবিং হালফিলে মাইক্রোব্লগিং সাইট উইবো -তে একটি পোস্ট শেয়ার করে অনুগামীদের জিজ্ঞাসা করেছেন যে, সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর কী কোয়ালকমের পুরোনো প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেরকে প্রতিস্থাপন করতে পারবে? এই পোস্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, শাওমি তাদের সাব-ব্র্যান্ডের অধীনে আসন্ন স্মার্টফোন সিরিজে কোয়ালকমের লেটেস্ট এসওসি অর্থাৎ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ব্যবহারের পরিকল্পনায় আছে।

যদিও লু ওয়েইবিং তার পোস্টে নির্দিষ্টভাবে কোনো স্মার্টফোন বা সিরিজের নাম উল্লেখ করেননি। তবে যেহেতু রেডমি ৭০ সিরিজটি ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে এবং এর রেন্ডারও ধারাবাহিকভাবে ফাঁস হচ্ছে, সেহেতু কোন সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করার কথা বলা হচ্ছে তা অনুমান করা খুব একটা কঠিন নয়।

জানিয়ে রাখি, বিদ্যমান রেডমি ৬০ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি পুরোনো প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে এসেছিল। ফলে উত্তরসূরিতে কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হলে অবাক হওয়ার কিছুই নেই, বরং এই নয়া প্রসেসর ব্যবহারের কারণে সিরিজের ডিভাইসগুলি অধিক ভালো পারফরম্যান্স প্রদান করবে।

প্রসঙ্গত লু ওয়েইবিং, আসন্ন রেডমি কে৭০ সিরিজের কোন মডেলে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হবে সেই সম্পর্কিত ইঙ্গিতও দিয়েছে তার পোস্টে। শাওমি নিশ্চিত করেছে যে, উক্ত সিরিজের উচ্চতর মডেল অর্থাৎ Redmi K70 Pro -তে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি থাকতে পারে। জানিয়ে রাখি, এই স্মার্টফোনটি সম্প্রতি গিকবেঞ্চে 23113RKC6C মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই বেঞ্চমার্কিং সাইটেও, 'প্রো' ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করার কথা উল্লেখ আছে।

অন্যদিকে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি লেটেস্ট রিপোর্টে দাবি করেছেন যে, Redmi K70 Pro স্মার্টফোনে ২কে ফ্ল্যাট AMOLED ডিসপ্লে এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,১২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।

Redmi K70 সিরিজের আরেকটি হ্যান্ডসেটকেও হালফিলে গিকবেঞ্চে উপস্থিত হতে দেখা গেছে। এটি সম্ভবত Redmi K70e নামে আসবে এবং 2311DRK48C মডেল নম্বর বহন করবে। উক্ত সাইটটির লিস্টিং নিশ্চিত করেছে যে, এটি আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া চীনের 3C বা CCC সার্টিফিকেশন সাইট দ্বারা সম্প্ৰতি স্ট্যান্ডার্ড Redmi K70 স্মার্টফোনটি অনুমোদন পেয়েছে। যার লিস্টিং থেকে জানা যাচ্ছে, এই মডেল ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আবার ফাঁস হওয়া রেন্ডারে দাবি করা হয়েছে যে, ডিভাইসটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট, ট্রিপল রিয়ার সেন্সর সহ আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল এবং বেজেল-হীন ডিজাইন অফার করবে।

প্রসঙ্গত, আসন্ন Redmi K70 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি ভারতের বাজারে সম্ভবত Poco F6 নামের সাথে আত্মপ্রকাশ করবে বলে খবর পাওয়া যাচ্ছে।

Tags:    

Similar News