সস্তা Redmi Note 12 5G এখন পাওয়া যাবে 8GB RAM ভ্যারিয়েন্টে, দাম কত দেখে নিন

Update: 2023-03-30 17:29 GMT

Xiaomi আজ ভারতে Redmi Note 12 4G ও Redmi 12C লঞ্চ করেছে। পাশাপাশি সংস্থাটি Redmi Note 12 5G এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও নিয়ে এসেছে। এর আগে গত জানুয়ারিতে ডিভাইসটি ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আত্মপ্রকাশ করেছিল। স্টোরেজ অপশন ছাড়া নয়া মডেলের ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি।

Redmi Note 12 5G 8GB RAM ভ্যারিয়েন্টের দাম ও অফার

রেডমি নোট ১২ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। এর আগে ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্ট ১৬,৪৯৯ টাকায় আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৮,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আগামী ৬ এপ্রিল Amazon, Mi.com সহ বিভিন্ন অফলাইন স্টোর থেকে নয়া স্টোরেজ অপশন কেনা যাবে।

রেডমি নোট ১২ ৫জি তিনটি কালারে পাওয়া যায় - ম্যাট ব্ল্যাক, মিস্টিক ব্লু এবং ফ্রস্টেড গ্রিন। সেল অফার হিসেবে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা এই স্মার্টফোন কিনলে ১,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়া বিদ্যমান শাওমি এবং রেডমি ফোন ব্যবহারকারীদের ১,৫০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

Redmi Note 12 5G 8GB RAM ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ও ফিচার

আগেই বলেছি রেডমি নোট ১২ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন মূল মডেলের মতোই। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ডিভাইসে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আর Redmi Note 12 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল শ্যুটার। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

পারফরম্যান্সের জন্য Redmi Note 12 5G ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন রান করে। নিরাপত্তার জন্য ইউজাররা এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। আর স্মার্টফোনটি IP53 রেটিং প্রাপ্ত হওয়ায়, ধুলো-জল থেকে সুরক্ষিত থাকবে।

Tags:    

Similar News