ফিচার প্রায় এক, Redmi Note 12 Pro 4G নাকি Redmi Note 10 Pro কেনা লাভজনক দেখে নিন

By :  SUMAN
Update: 2023-04-05 15:08 GMT

Xiaomi সম্প্রতি Redmi Note 12 Pro স্মার্টফোনের 4G ভার্সন লঞ্চ করেছে। এটি আসলে ২০২১ সালে আগত Redmi Note 10 Pro Max মডেলের রিভ্যাম্পড সংস্করণ ছাড়া আর কিছুই নয়। যদিও সংস্থা হুবহু মূল হ্যান্ডসেটের অনুরূপ ডিজাইন বা ফিচারের সাথে আলোচ্য স্মার্টফোনকে নিয়ে আসেনি। যেহেতু নতুন ভাবে ডিভাইসটিকে লঞ্চ করা হয়েছে সেহেতু Redmi Note 12 Pro 4G -তে সামান্য কিছু পরিবর্তন লক্ষ্যণীয়।

যেমন, Redmi Note 12 Pro 4G স্মার্টফোনের ডিজাইন অনেকটাই পরিবর্তন করা হয়েছে। একই ভাবে অতিরিক্ত তথা নতুন কয়েকটি ফিচারও যুক্ত করা হয়েছে ডিভাইসে। যার সুবাদে বিদ্যমান Redmi Note 10 Pro মডেলের রিডিজাইন ভার্সন হওয়া সত্ত্বেও, একে আরো ভাল প্রোডাক্ট হিসাবে গণ্য করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন নতুন বৈশিষ্ট্য Redmi Note 12 Pro 4G স্মার্টফোনকে মূল মডেলের থেকে আলাদা করেছে।

রিভ্যাম্পড ডিজাইন

প্রথমে আসা যাক ডিজাইনের কথায়। রেডমি নোট ১২ প্রো ৪জি বিদ্যমান রেডমি নোট ১২ মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হওয়া সত্ত্বেও, অনুরূপ ডিজাইন অফার করে না। নয়া ফোনটি পূর্বসূরি রেডমি নোট ১১ (Redmi Note 11) সিরিজের ন্যায় ফ্ল্যাট ফ্রেম ডিজাইনের সাথে এসেছে। আপনি হয়তো ভাবছেন কেন শাওমি এই কাজ করল? আসলে রেডমি নোট ১২ প্রো হ্যান্ডসেটটিকে রেডমি নোট ১১ সিরিজের অধীনে Redmi Note 11 Pro 2023 নামে লঞ্চ করার পরিকল্পনা করা হচ্ছিলো। যদিও পরবর্তী সময়ে এই পরিকল্পনা পরিবর্তন করে এটিকে রেডমি নোট ১২ সিরিজের অধীনে নিয়ে আসা হয়।

কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও পার্থক্য নজরে পড়বে। নতুন স্মার্টফোনটি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টের সাথে এসেছে - ব্ল্যাক, ব্লু, হোয়াইট, এবং ব্লু গ্রেডিয়েন্ট। অন্যদিকে সাক্সেসর ভার্সনটি ব্লু এবং ব্রোঞ্জ রঙের সাথে উপলব্ধ।

আপগ্রেডেড ডিসপ্লে ফিচার

তৎকালীন সময়ে রেডমি নোট ১০ প্রো স্মার্টফোনকে সেরা ডিসপ্লে ফিচারের সাথে লঞ্চ করা হয়েছিল। এমনকি দু'বছর পরে বাজারে আসা ডিভাইসের স্ক্রিনকেও টেক্কা দেবে এটা। তবে নতুন রেডমি নোট ১২ প্রো ৪জি হ্যান্ডসেটের ক্ষেত্রে সামান্য কিছু পরিবর্তন এনেছে শাওমি। যেমন এটির ডিসপ্লে প্যানেল ডলবি ভিশন সাপোর্ট করে। জানিয়ে রাখি, এই মুহূর্তে এরূপ বৈশিষ্ট্য সহ ২০০০০ টাকার প্রাইস সেগমেন্টে একমাত্র Redmi Note 12 Pro স্মার্টফোনটিই উপস্থিত। এই আপগ্রেডেশন বাদে বাকি ডিসপ্লে ফিচার নোট ১০ প্রো -এর অনুরূপ। অর্থাৎ এতেও, ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ১২০০ নিট ব্রাইটনেস লেভেল অফার করে৷

অডিও বিভাগ

রেডমি নোট ১২ প্রো স্মার্টফোনে ডলবি অ্যাটমোস প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যবহারকারীরা বিবিধ কনটেন্ট বিশেষ করে Netflix -এ অডিও শোনার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন।

ব্যাটারি এবং ফাস্ট চার্জিং প্রযুক্তি

Redmi Note 12 Pro 4G স্মার্টফোন ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যেখানে কিনা রেডমি নোট ১০ প্রো মাত্র ৩৩ ওয়াট চার্জিং স্পিড সহ এসেছিল। তবে চার্জিং ক্যাপাসিটি বাড়ানো হলেও, ব্যাটারির ক্ষেত্রে পিছিয়ে পড়েছে নতুন মডেলটি। অর্থাৎ নোট ১০ সিরিজের ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। যেখানে রেডমি নোট ১২ সিরিজের এই ৪জি-এনাবল হ্যান্ডসেটে ২০এমএএইচ কম অর্থাৎ ৪,৯৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। তবে একটা ভালো বিষয় হল, নতুন মডেলের রিটেল বক্সের সাথে শাওমি চার্জার দিচ্ছে। অর্থাৎ অতিরিক্ত গ্যাঁটের কড়ি খসিয়ে গ্রাহকদের চার্জার কিনতে হবে না।

Tags:    

Similar News