Redmi Note 12 Pro চোখের নিমেষে হবে ফুল চার্জ, আসছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে

Update: 2022-09-29 05:54 GMT

শাওমি (Xiaomi) গত বছর ডিসেম্বর মাসে তাদের বর্তমান প্রজন্মের Xiaomi 12 সিরিজটি হোম মার্কেট চীনে উন্মোচন করছিল। পরে এই লাইনআপটি ভারত তথা বিশ্ববাজারেও পা রাখে। আর এখন কোম্পানি পরবর্তী প্রজন্মের Xiaomi 13 সিরিজের হ্যান্ডসেটগুলির ওপর কাজ করছে, যা এবছর নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফ্ল্যাগশিপ লাইনআপটির লঞ্চের আগে, শাওমির জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) অন্তত তিনটি রেডমি ফোন বাজারে উন্মোচন করবে বলে দাবি করেছেন এক সুপরিচিত টিপস্টার। আর এখন আসন্ন Redmi Note 12 Pro মডেলটিকে চীনের ৩সি (CCC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে, যা এর আসন্ন লঞ্চের দিকেই ইঙ্গিত করছে।

Redmi Note 12 Pro পেল 3C-এর অনুমোদন

22101316C মডেল নম্বর সহ একটি রেডমি হ্যান্ডসেট চায়না কম্পালসরি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটির কোডনেম 'M16' বলেও জানা গেছে। মনে করা হচ্ছে, এই মডেল নম্বরটি রেডমির আসন্ন নোট সিরিজে অন্তর্ভুক্ত নোট ১২ প্রো-এর সাথে যুক্ত। আর ৩সি তালিকাটি প্রকাশ করেছে যে, এই নয়া ফোনটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

এদিকে, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি জানিয়েছেন যে, M16 ছাড়াও, "M17" এবং "M16UP" কোডনাম সহ আরও দুটি রেডমি ফোন রয়েছে, যেগুলি শাওমি ১৩ সিরিজের আগে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। M17-এর মডেল নম্বর 22101317C, আর M16UP-এর মডেল নম্বর 22101316UCP। M16, M17 এবং M16UP একই সিরিজে অন্তর্গত। টিপস্টারের মতে, M16UP মডেলটি লাইনআপের সবচেয়ে শক্তিশালী ডিভাইস হতে চলেছে।

প্রসঙ্গত, রেডমি গতবছর অক্টোবরে Redmi Note 11, Note 11 Pro এবং Note 11 Pro+- মডেলগুলি লঞ্চ করে। তাই, এবছর অক্টোবরেও Redmi Note 12 সিরিজটি লঞ্চ করার জন্য ব্র্যান্ডটি প্রস্তুত হতে পারে বলে মনে হচ্ছে। সম্ভাবনা রয়েছে যে, M17, M16 এবং M16UP কোডনেমের ডিভাইসগুলি যথাক্রমে, Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro+ নামে বাজারে পা রাখবে। এই হ্যান্ডসেটগুলি সম্ভবত চীনে "সিঙ্গেল ডে'" (১১ নভেম্বর) সেলের সময় লঞ্চ হবে।

উল্লেখ্য, একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Redmi Note 12 লাইনআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো/ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট অন্তর্ভুক্ত থাকবে। আবার, Pro+ সংস্করণটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। আর খুব সম্ভবত Note 12 Pro এবং Note 12 Pro+ মডেল দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট দ্বারা চালিত হবে।

Tags:    

Similar News