নোট সিরিজে এই ফিচার প্রথম, বিশেষ ক্যামেরা নিয়ে Redmi Note 12 Pro-র ভারতে লঞ্চ

Update: 2022-12-19 17:47 GMT

গত সপ্তাহে শাওমি (Xiaomi)-অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন রেডমি (Redmi) ভারতের বাজারে তাদের নতুন Redmi Note 12 Pro সিরিজের আসন্ন লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে। এই সিরিজটি গত অক্টোবর মাসের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করেছে এবং এটি আগামী ৫ জানুয়ারি ভারতীয় বাজারে লঞ্চ বলে ঘোষণা করা হয়েছে। তার আগে, ব্র্যান্ডটি একটি নতুন টিজারের মাধ্যমে Redmi 12 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্টটির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Redmi Note 12 Pro ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইন

রেডমি দ্বারা শেয়ার করা টিজারটি প্রকাশ করেছে যে, নতুন রেডমি নোট ১২ প্রো-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখা যাবে। এই সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সাথে আসবে। অর্থাৎ ভারতে রেডমি নোট সিরিজের ক্যামেরায় এই প্রথম ওই প্রযুক্তির ক্যামেরা দেখা যাবে। টিজারটি নিশ্চিত করেছে যে এই স্মার্টফোনের অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই প্যানেলটি ১ বিলিয়নেরও বেশি রঙ উৎপাদন করতে সক্ষম এবং এটি ডলবি অ্যাটমস ও ডলবি ভিশন সাপোর্ট সহ এসেছে।

এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেটটি রয়েছে যা এর চাইনিজ ভ্যারিয়েন্টেও ব্যবহার করা হয়েছে। এই স্পেসিফিকেশনগুলি থেকে, এটি বেশ স্পষ্ট যে ভারতে আসা ডিভাইসটি চীনা ভ্যারিরিয়েন্টের মতোই। সুতরাং, আসুন রেডমি নোট ১২ প্রো-এর প্রত্যাশিত স্পেসিফিকেশনের তালিকাটি একবার দেখে নেওয়া যাক।

রেডমি নোট ১২ প্রো-এর স্পেসিফিকেশন - Redmi Note 12 Pro Specifications

রেডমি নোট ১২ প্রো-এ ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৯২০ হার্টজের পিডাব্লিউএম ডিমিং এবং ১৬,০০০ লেভেলের ডিমিং অফার করে। এই ২০:৯ প্যানেলে ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ১০-বিট কালার ডেপ্থ, ৯০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা স্তর, এইচডিআর১০+, এইচডিআর১০ এবং ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত রয়েছে৷ কুলিং সিস্টেমও রয়েছে। রেডমি নোট ১২ প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 Pro-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ১/১.৫৬ ইঞ্চির সেন্সরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে, এটি একটি ৬পি লেন্স এবং এর অ্যাপারচার এফ/১.৮৮। প্রধান ক্যমেরার সাথে সহায়ক লেন্স হিসেবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও যুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

এছাড়াও, এই রেডমি ফোনটিতে একটি আইআর ব্লাস্টার, একটি এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও একটি ৩.৫ মিলিমিটার হেডফোন কানেক্টর রয়েছে। এতে ডুয়েল সিম, ৫জি, ওয়াইফাই ৬, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট-এর মতো কানেক্টিভিটি অপশনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 Pro-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News