পারফরম্যান্সে পিছনে ফেলবে বাকিদের, Redmi Note 12 সিরিজের ছবি সামনে আসতেই চাঞ্চল্য
আগামীকাল অর্থাৎ ২৭শে অক্টোবর চীনের বাজারে পা রাখতে চলেছে Redmi Note 12 স্মার্টফোন সিরিজ। সংস্থার ঘোষণা অনুযায়ী আলোচ্য লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করবে - Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro+, এবং Redmi Note 12 Explorer Edition৷ ইতিমধ্যেই এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর এখন লঞ্চের ১দিন আগে উল্লেখিত তিনটি ডিভাইসের রেন্ডার চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo) -এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। একই সাথে, আপকামিং Redmi Note 12 সিরিজের গ্লোবাল লঞ্চ সম্পর্কিত বিশদ বিবরণও অনলাইনে ফাঁস হয়েছে একজন সুপরিচিত লিকস্টারের মাধ্যমে। জানা গেছে, সংস্থাটি তাদের এই লেটেস্ট লাইনআপের চীনা এবং গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচার আলাদা রাখার পরিকল্পনা করছে।
লঞ্চের আগেই ফাঁস Redmi Note 12 সিরিজের রেন্ডার এবং ফিচার-তালিকা
টিপস্টার সুধাংশু আম্ভোরের সৌজন্যে, রেডমি নোট ১২ সিরিজের অধীনে আসন্ন মডেল-ত্রয়ীর গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচার সম্প্রতি ফাঁস হয়েছে অনলাইনে। রিপোর্ট অনুসারে, বিশ্ব বাজারে আলোচ্য সিরিজের স্পেসিফিকেশন চীনা ভ্যারিয়েন্টের থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। এই বিষয়ে টিপস্টারের দাবি, শাওমি রেডমি নোট ১২ লাইনআপের গ্লোবাল ভ্যারিয়েন্টে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট নাও মিলতে পারে। সুধাংশু আরও জানিয়েছেন যে, রেডমির এই স্মার্টফোন সিরিজটি হয়তো ২০২৩ সালের প্রথম কোয়ার্টারে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। যদিও উক্ত সিরিজটির গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।
Redmi Note 12 সিরিজের রেন্ডার এবং স্পেসিফিকেশন সামনে এল
রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ১২ সিরিজের তিনটি স্মার্টফোনই OLED ডিসপ্লে প্যানেল সহ আসবে। তবে OLED প্যানেল থাকা সত্ত্বেও, মডেলগুলি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। আবার পারফরম্যান্সের জন্য, প্রত্যেকটি ডিভাইসই মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা মূলত বিদ্যমান Note 11 Pro সিরিজে থাকা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ চিপসেটের উত্তরসূরি।
ক্যামেরার ক্ষেত্রে, আসন্ন রেডমি নোট ১২ প্রো (Redmi Note 12 Pro) মডেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সমর্থিত একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, রেডমি নোট ১২ প্রো+ (Redmi Note 12 Pro+) এবং নোট ১২ এক্সপ্লোরার এডিশন (Note 12 Explorer Edition) হ্যান্ডসেট দুটিতে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HPX সেন্সর থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য লাইনআপ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে আসতে পারে। এক্ষেত্রে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ রেডমি নোট ১২ প্রো ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আর, রেডমি নোট ১২ প্রো+ এবং নোট ১২ এক্সপ্লোরার এডিশন যথাক্রমে ১২০ ওয়াট ও ২১০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি অফার করবে।
প্রসঙ্গত, গত বছর আগত Redmi Note 11 Pro সিরিজটি নামফেরে অর্থাৎ Xiaomi 11i সিরিজ হিসাবে ভারতে এসেছিল৷ তাই আমাদের অনুমান, শাওমি এবছরও একই পন্থা অনুসরণ করবে। অর্থাৎ, রেডমি নোট ১২ সিরিজের নাম ভারতীয় তথা বিশ্ব বাজারে ভিন্ন রাখা হতে পারে।