হ্যারি পটার ফ্যানদের জন্য সুখবর, নজরকাড়া লুক সহ আজ লঞ্চ হচ্ছে Redmi Note 12 Turbo Harry Potter Edition

Update: 2023-03-28 08:28 GMT

Xiaomi -এর সাব ব্র্যান্ড Redmi আজ চীনে তাদের নতুন ফোন Redmi Note 12 Turbo লঞ্চ করতে চলেছে। এটি আগামী ৫ এপ্রিল গ্লোবাল মার্কেটে Poco F5 নামে আত্মপ্রকাশ করবে। গত কয়েক সপ্তাহ ধরে রেডমি তাদের আসন্ন ফোনের টিজার প্রকাশ করছে। আজ আবার লঞ্চের আগে Redmi Note 12 Turbo এর একটি নতুন এডিশন টিজ করা হয়েছে, যার নাম Redmi Note 12 Turbo Harry Potter Edition।

নয়া এই স্পেশাল এডিশন হ্যারি পটার সিনেমা দ্বারা অনুপ্রাণিত। এটি কাস্টমাইজ বক্স সহ আসবে। এছাড়া রেডমি নোট ১২ টার্বো হ্যারি পটার এডিশন স্পেশাল থিম ও আইকন সহ লঞ্চ হবে বলে মনে হচ্ছে। এছাড়া আপাতত এর সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

Redmi Note 12 Turbo এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১২ টার্বো ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে বলে মনে করা হচ্ছে, এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। এটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Redmi Note 12 Turbo ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ২ মেগাপিক্সেল থার্ড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করবে। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকবে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Tags:    

Similar News