সস্তায় একগুচ্ছ প্রিমিয়াম ফিচার, Redmi Note 13 Pro+ হার মানাবে দামি দামি ফোনকেও

Update: 2023-09-29 05:05 GMT

গত ২১শে সেপ্টেম্বর চীনে Redmi Note 13 স্মার্টফোন সিরিজের উপর থেকে পর্দা ওঠানো হয়েছিল। এই লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করে, যথা - Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G এবং Redmi Note 13 Pro+ 5G। প্রত্যেকটি ফোনই পূর্ববর্তীদের থেকে উল্লেখযোগ্য ফিচার আপগ্রেডেশনের সাথে এসেছে। যদিও Redmi Note 13 Pro+ মডেলটি বিশেষভাবে নজর কেড়েছে আমাদের। কেননা এই ফোনটি ফিচারের দিক থেকে শুধুমাত্র পূর্বসূরি নয়, বরং নয়া সিরিজের বাকি দুটি মডেলকেও পেছনে ফেলে দিয়েছে। সর্বোপরি লো-মিড রেঞ্জের অধীনে আসা সত্ত্বেও Redmi Note 13 Pro+ স্মার্টফোন একাধিক ফ্ল্যাগশিপ-লেভেলের ফিচার অফার করে, যা এই সিরিজটিকে পূর্বসূরিদের থেকে ব্যতিক্রমী করে তুলেছে।

প্রসঙ্গত Redmi Note 13 Pro+ -এর দাম চীনের বাজারে ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২১,৭০০ টাকা) থেকে শুরু হচ্ছে। সাশ্রয়ী মূল্যের এই ফোন কোন কোন প্রিমিয়াম বৈশিষ্ট্যের সাথে এসেছে তা এবার দেখে নেওয়া যাক চলুন…

Redmi Note 13 Pro+ স্মার্টফোনে কোন কোন প্রিমিয়াম ফিচার দেখা যাবে?

  • Redmi Note 13 Pro+ ফোনকে কার্ভড ব্যাক প্যানেলের সাথে লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে ক্রেতারা ডিভাইসটিকে - গ্লাস এবং ভেগান লেদার বিকল্পের সাথে বেছে নিতে পারবেন। যার মধ্যে গ্লাস ব্যাক প্যানেল ভ্যারিয়েন্টকে - ক্লাসি ব্ল্যাক এবং হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে। আর ভেগান লেদার সংস্করণটি ফোর-টোন ফিনিশিং অফার করে।
  • ডিভাইসটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্যণীয়। এক্ষেত্রে তিনটি সেন্সর স্বতন্ত্র কাটআউটের মধ্যে অবস্থিত এবং লাইন দ্বারা পৃথক করা। সেন্সরগুলির ঠিক পাশেই অর্থাৎ ক্যামেরা মডিউলের ডান দিকে অনুভূমিকভাবে LED ফ্ল্যাশ-লাইট এবং ঠিক নীচেই ব্র্যান্ড লোগো বিদ্যমান।
  • ব্যাক প্যানেলের ন্যায় Redmi ব্র্যান্ডিংয়ের এই নয়া হ্যান্ডসেটের সামনেও কার্ভড ডিসপ্লে রয়েছে। এই টাচস্ক্রিনের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের। ডিসপ্লেটি খুবই সরু বেজেল দ্বারা পরিবেষ্টিত।
  • Redmi Note 13 Pro+ স্মার্টফোনের ডানদিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার৷ ডিভাইসটির নিচের প্রান্তে - ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সিম কার্ড স্লট বর্তমান। যদিও এই প্রথমবার কোনো Note-সিরিজের ফোনে হেডফোন জ্যাকের অনুপস্থিতি লক্ষ্যণীয়। কিন্তু ইউজাররা এই টপ-এন্ড মডেলে IR ব্লাস্টার পেয়ে যাবেন।

Tags:    

Similar News