200MP ক্যামেরার চমক নিয়ে বাজার কাঁপাতে আসছে Redmi Note 13 সিরিজ, লঞ্চ কবে

Update: 2023-09-11 06:53 GMT

অসাধারণ স্পেসিফিকেশন এবং সাশ্রয়ী মূল্যের জন্য Redmi Note সিরিজের খ্যাতি বিশ্বজোড়া। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি তাদের পরবর্তী প্রজন্মের Redmi Note 13 সিরিজ আগামী অক্টোবর মাসে চীনে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। তার আগে সিরিজটির কিছু মডেল ইতিমধ্যেই স্পেসিফিকেশন প্রকাশ করে টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আর এখন এক সুপরিচিত চীনা টিপস্টার Redmi Note 13 সিরিজের ফিচার ফাঁস করেছেন।

Redmi Note 13 সিরিজের স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রেডমির দুটি নতুন লো-এন্ড মডেল লঞ্চ হতে চলেছে, যাদের ব্যাটারি ক্যাপাসিটি ও ফাস্ট চার্জিং স্পিড হবে যথাক্রমে ৫,১২০ এমএএইচ ও ৬৭ ওয়াট৷ ফোন দুটির মডেল নম্বরা2312CRAD3C এবং 2312DRA50C বহন করে৷ সঠিক নাম জানা না গেলেও, এগুলি রেডমি নোট ১৩ প্রো-এর সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে।

এর পাশাপাশি, টিপস্টার আরও জানিয়েছেন যে একটি হাই-এন্ড মডেলও আসতে চলেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ভ্যারিয়েন্টে প্রায় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকতে পারে। এর মডেল নম্বর 23090RA98C বলে জানা গেছে এবং এটিও আগে টেনা ডেটাবেসেও উপস্থিত হয়েছিল। ফোনটি রেডমি নোট ১৩ প্রো প্লাস হতে পারে।

এছাড়াও, Redmi Note 13 সিরিজের তিনটি মডেলই সার্টিফাইড আই-প্রোটেকশন স্ক্রিনের সাথে আসবে বলে জানা গেছে, যা ১.৫কে রেজোলিউশনও অফার করবে। এই স্মার্টফোনগুলিতে হাই-রেজোলিউশনের ছবি তোলার জন্য ১/১.৪ ইঞ্চির স্যামসাং এইচপিএক্স (Samsung HPX) সেন্সর সহ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে।

উল্লেখ্য, টেনা সার্টিফিকেশন অনুযায়ী, Redmi Note 13 Pro-এ Qualcomm-এর Snapdragon 7 Gen 1 প্রসেসর থাকতে পারে, যেখানে Note 13 Pro+ মডেলে MediaTek Dimensity 7200 চিপ ব্যবহার করা হতে পারে। সবকটি মডেলেই একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২০০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড কার্ভড-এজ ডিসপ্লে থাকবে। নিরাপত্তার জন্য, স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এম্বেড করা থাকতে পারে।

Tags:    

Similar News