সুখবর, অবশেষে Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max ও Poco M2 Pro ফোনে এল বড় আপডেট
গত ১৫ আগস্ট গুগল (Google) লেটেস্ট Android 13 সংস্করণটি উন্মোচন করার পর প্রায় দু মাসেরও অধিক সময় অতিক্রান্ত হয়েছে। অ্যান্ড্রয়েডের এই সাম্প্রতিকতম ভার্সনটি লঞ্চ হওয়ার সাথে সাথেই বিভিন্ন শীর্ষস্থানীয় স্মার্টফোন সংস্থাগুলি তাদের ডিভাইসগুলিতে Android 13 ভিত্তিক ইউজার ইন্টারফেসগুলি রোল আউট করতে শুরু করে। তবে, শাওমি (Xiaomi) তাদের কিছু ডিভাইসে এখনও পূর্ববর্তী Android 12 আপডেটটিই সরবরাহ করে উঠতে পারেনি। কিন্তু, এবার ভারতে এরকম তিনটি শাওমি হ্যান্ডসেট বহুল প্রতীক্ষিত আপডেটটি পেতে শুরু করেছে। চলুন এই ডিভাইসগুলির নাম এবং আপডেট সম্পর্কিত বিস্তারিত বিবরণগুলি দেখে নেওয়া যাক।
Xiaomi- এর তিন ডিভাইসে Android 12 আপডেট রোল আউট শুরু হল
মেনল্যান্ড চায়নার বাইরে শাওমি তাদের বৃহত্তম স্মার্টফোন বাজার, ভারতে রেডমি নোট ৯ প্রো, রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এবং পোকো এম২ প্রো- এই তিনটি হ্যান্ডসেটের জন্য গত বছরের অ্যান্ড্রয়েড ১২ আপডেট পৌঁছে দিতে শুরু করেছে। এদেশে রেডমি নোট ৯ এবং পোকো এম২-এর প্রো মডেলগুলির জন্য অ্যান্ড্রয়েড ১২ আপডেট শাওমির এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনের সাথে এসেছে। তবে লক্ষণীয় যে, অক্টোবরে রিলিজ হওয়া সত্ত্বেও, এর সফ্টওয়্যার বিল্ডগুলি আগস্ট ২০২২-এর সিকিউরিটি প্যাচগুলির সাথে আসছে৷
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আপডেটটি বর্তমানে এমআই পাইলট (Mi Pilot) পরীক্ষকদের মধ্যে সীমাবদ্ধ। তবে, এটি আগামী কিছুদিন বা সপ্তাহের মধ্যেই সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে বলে আশা করা যায়। আপডেটটি এরপর 'স্টেবল বিটা' (Stable Beta) পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে, তারপর আসবে 'স্টেবল' ভার্সন। সুতরাং, বেশিরভাগ ব্যবহারকারী সম্ভবত আগামী মাসের মধ্যেই এটি অ্যাক্সেস করতে পারবেন।
উল্লেখ্য, Android 12-ভিত্তিক MIUI 13 আপডেটটি সম্ভবত Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max এবং Poco M2 Pro-এর জন্য সর্বশেষ প্রধান সফ্টওয়্যার আপডেট হতে চলেছে। তারপর, এই ফোনগুলি শুধুমাত্র প্রয়োজনীয় সিকিউরিটি আপডেটগুলি পাবে। তিনটি ডিভাইসই ২০২০ সালে বাজারে লঞ্চ হয়েছিল। মডেলগুলিতে একই রকমের ডিজাইন দেখা যায়, তবে কয়েকটি নির্দিষ্ট স্পেসিফিকেশনের ক্ষেত্রে এগুলি ভিন্ন।