ফ্ল্যাগশিপ স্মার্টফোন অর্ধেক দামে কেনার সুযোগ দিচ্ছে Samsung, অফারের খুঁটিনাটি জেনে নিন
স্যামসাং (Samsung) সারাবিশ্বে তাদের বাজেট থেকে ফ্ল্যাগশিপ - সকল রেঞ্জের স্মার্টফনের জন্যই সমাদৃত। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এবার তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মার্কেট, ভারতে বেশ কয়েকটি প্রোডাক্টের ওপর কিছু দুর্দান্ত অফার ঘোষণা করছে - Galaxy S22, Galaxy Z Flip 3, Galaxy S20 FE এবং Galaxy Watch 4। স্যামসাং দ্বারা ঘোষিত ডিলগুলি এখন অ্যামাজন এবং কোম্পানির অফিসিয়াল স্যামসাং শপ প্ল্যাটফর্মে উপলব্ধ। আসুন তাহলে একে একে সবকটি অফারগুলি সম্পর্কে সবিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Flip 3 :
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর জন্য ঘোষণা করা ডিলটি নিঃসন্দেহে এই মুহূর্তে সেরা অফারগুলির মধ্যে একটি। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই ফোল্ডেবল ফোনের বেস ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪২,৯৯৯ টাকা মূল্যে বিক্রি করছে। এই মডেলটি দু'বছরের পুরানো হলেও, ফ্লেক্সিবল ডিসপ্লে যুক্ত স্যামসাং ফোনগুলি বেশ ব্যয়বহুল বিবেচনা করে, এটি ক্রেতাদের কাছে একটি দুর্দান্ত অফার। গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ২০২১ সালের আগস্ট মাসে ভারতে বর্তমান ছাড়যুক্ত মূল্যের দ্বিগুণেরও বেশি দামে জন্য লঞ্চ করা হয়েছিল।
তবে মনে রাখবেন যে, উল্লেখিত অফার মূল্যটিতে সমস্ত ছাড়কে একত্রিত করা রয়েছে। ডিভাইসটি এমনিতে ৪৯,৯৯৯ টাকা দাম সহ তালিকাভুক্ত রয়েছে। যদিও, স্যামসাং এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ৫,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট অফার করছে। একইভাবে, ২,০০০ টাকা মূল্যের একটি শপ অ্যাপ ওয়েলকাম ভাউচার ডিসকাউন্ট এবং পুরনো ফোনের সাথে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও রয়েছে৷ এই সমস্ত অফারগুলি স্যামসাংয়ের শপ অ্যাপে পাওয়া যাবে।
Samsung Galaxy S22 :
স্যামসাং গ্যালাক্সি এস২২ হল গত বছর লঞ্চ হওয়া ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। অর্থাৎ, এটি এখনও স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে দুর্দান্ত মূল্য অফার করে। আর এখন এই ফোনটি ৫১,৯৯৯ টাকারও কমে কেনা যাবে, তাই যারা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ গ্রেড হ্যান্ডসেট খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুন ডিল।
উল্লেখযোগ্যভাবে, Samsung Galaxy S22-এর বেস মডেলটি প্রাথমিকভাবে ভারতে ৭২,৯৯৯ টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যদিও এই মুহুর্তে, এটিকে ৫৭,৯৯৯ টাকা মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। তবে, সেলে এর বিক্রয় মূল্য আরও ৬,০০০ টাকা কমিয়ে আনা হয়েছে। তার সাথে ব্যাঙ্ক অফারগুলি তো রয়েইছে। আগ্রহী ব্যক্তিরা ভারতে অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৩ ইভেন্ট চলাকালীন ই-কমার্স সাইট থেকে এই ডিলটির সুবিধা নিতে পারেন।
Samsung Galaxy S20 FE :
সেলে উপলব্ধ আরও একটি পুরানো গ্যালাক্সি এস-সিরিজের স্মার্টফোন হল, গ্যালাক্সি এস২০ এফই। এটি স্যামসাংয়ের একটি ফ্যান এডিশন মডেল, যা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা প্রদান করে। তবে, এস২০ এফই মডেলটি বেশ কয়েক বছরের পুরানো, তবে বর্তমান বাজারে হাই-মিড রেঞ্জের ডিভাইসগুলির তুলনায় এটি এখনও বেশ সক্ষম বলে মনে করা হয়।
উল্লেখযোগ্যভাবে, বিভিন্ন হাই-এন্ড স্পেসিফিকেশন অফার করলেও, Samsung Galaxy S20 FE এখন মাত্র ২৪,৯৯৯ টাকা মূল্যে উপলব্ধ। এর মধ্যে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ২,০০০ ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও অর্ন্তভুক্ত৷ এছাড়াও, পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ১৬,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
Samsung Galaxy Watch 4 LTE :
সবশেষে, জেনে নেওয়া যাক Samsung Galaxy Watch 4-এর বিশেষ ডিলগুলি সম্পর্কে। এটি কোম্পানির একটি এলটিই-এনেবল স্মার্টওয়াচ। এই মডেলটি বর্তমানে স্যামসাংয়ের শপ অ্যাপে ১২,৯৯০ টাকা দাম সহ তালিকাভুক্ত রয়েছে। তবে, অ্যাপটিতে এই স্মার্টওয়াচটির জন্য বিভিন্ন অফার রয়েছে যা লঞ্চের পর স্মার্টওয়াচটির দাম অনেকটাই কমিয়ে এনেছে। শপ অ্যাপ ওয়েলকাম বেনিফিট-এ নতুন ক্রেতারা ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে, যা এর মূল্যকে ১০,০০০ টাকারও নীচে নামিয়ে আনতে পারে৷