সস্তা হল 108 মেগাপিক্সেল ক্যামেরার Samsung স্মার্টফোন, সাথে আনলিমিটেড ফ্রি 5G ডেটা

By :  techgup
Update: 2023-04-23 11:13 GMT

Amazon নিয়ে এসেছে 5G Upgrade Days Sale। যেখানে আপনি এমআরপির চেয়ে অনেক কম দামে ব্র্যান্ডেড স্মার্টফোন কেনার সুযোগ পাবেন। তবে সমস্ত ফোন নয়, এই প্রতিবেদনে আমরা একটি স্যামসাংয়ের হ্যান্ডসেট নিয়ে কথা বলবো। অ্যামাজন ৫জি আপগ্রেড ডেজ সেলে Samsung Galaxy M53 5G-র ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা থেকে কমিয়ে ২৫,৯৯৯ টাকা করা হয়েছে।

এছাড়া আপনি আকর্ষণীয় ব্যাংক অফার সহ এই ফোনটি অর্ডার করতে পারেন। আবার এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy M53 5G কিনলে ২০,৫৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরানো ফোনের অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

এদিকে অ্যামাজনের এই বিশেষ সেল থেকে Jio গ্রাহকরা ফোনটি কিনলে বিশেষ অফার পাবেন। স্যামসাংয়ের সাথে হাত মিলিয়ে জিও তাদের গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোন ক্রেতাদের ১৮ জিবি 4G এবং আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে। আবার পার্টনার অফারে যারা এই ফোনটি কিনবেন তারা ৬ মাসের জন্য স্পটিফাই প্রিমিয়ামের ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট। আর ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এর সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস। এই ৫জি ফোনের পিছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ কোয়াড ক্যামেরা সেটআপ।

এরমধ্যে আছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Samsung Galaxy M53 5G ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News