Samsung একদম সস্তায় নতুন মোবাইল দেশে আনছে, র‍্যাম ও স্টোরেজ কতটা? জানুন

Update: 2022-12-02 06:44 GMT

দক্ষিণ কোরিয়া-ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং (Samsung) তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত নতুন বাজেট-ভিত্তিক Samsung Galaxy A04e হ্যান্ডসেটটি ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ফোনের সাপোর্ট পেজটিও কয়েক সপ্তাহ আগে স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। তবে, এদেশে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই এখন একটি রিপোর্টের মাধ্যমে ডিভাইসটির কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি অনলাইনে ফাঁস হয়েছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Samsung Galaxy A04e-এর মেমরি কনফিগারেশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট

৯১মোবাইলস এর রিপোর্ট থেকে স্যামসাং গ্যালাক্সি এ০৪ই নামক নতুন গ্যালাক্সি এ-সিরিজের ফোনটির সকল স্টোরেজ অপশন এবং রঙের বিকল্পগুলি শেয়ার করেছে। স্যামসাং গ্যালাক্সি এ০৪ই মডেলটি লাইট ব্লু এবং কপার - এই দুটি কালার ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, জানা গেছে যে ডিভাইসটি এদেশে ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, এবং ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ - এই তিনটি র‍্যাম ও স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। জানিয়ে রাখি, এটি গত অক্টোবর মাসে প্রাথমিকভাবে কয়েকটি দেশে লঞ্চ করা হয়েছে, আর অবশেষে ভারতের বাজারে পা রাখতে চলেছে মোবাইলটি।

যেহেতু, এটি ইতিমধ্যেই নির্বাচিত কিছু বাজারে লঞ্চ হয়েছে, তাই এই ফোনের মূল স্পেসিফিকেশনগুলি আর গোপন নেই। এতে স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা সাধারণত কম দামের এন্ট্রি-লেভেল স্মার্টফোনেই দেখা যায়। স্যামসাং গ্যালাক্সি এ০৪ই একটি অঘোষিত অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা ৪ জিবি র‍্যাম এবং মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট সহ ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Samsung Galaxy A04e-এর ব্যাক প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে প্রধান ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।

এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy A04e-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির পরিমাপ হল ১৬৪.২ x ৭৫.৮ x ৯.১ মিলিমিটার এবং ওজন ১৮৮ গ্রাম। যদিও, শোনা যাচ্ছে ডিভাইসটির ভারতীয় সংস্করণে কিছু ছোটখাটো পরিবর্তন থাকতে পারে। তবে, উল্লেখিত তথ্যগুলির ওপর ভিত্তি করে Samsung Galaxy A04e-এর ভারতীয় মডেলে এখনও কোনও পরিবর্তন পরিলক্ষিত করা যায়নি।

Tags:    

Similar News