মধ্যবিত্তের জন্য কম দামে নতুন ফোন বাজারে আনছে Samsung, থাকবে 128GB স্টোরেজ

Update: 2023-11-05 10:47 GMT

স্যামসাং শীঘ্রই ভারতে তাদের A-সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, Samsung Galaxy A05 লঞ্চ করবে বলে জানা গেছে। ফোনটি সম্প্রতি স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে দেখা গেছে। এবার Galaxy A05-এর ইউজার ম্যানুয়াল সংস্থার ওয়েবসাইটে লাইভ হয়েছে। চলুন দেখে নিই, ম্যানুয়াল থেকে আপকামিং ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে।

Samsung Galaxy A05-এর ইউজার ম্যানুয়াল লাইভ হল

দক্ষিণ কোরিয়ান কোম্পানিটির ওয়েবসাইটে লাইভ হওয়া ইউজার ম্যানুয়ালে নতুন স্যামসাং গ্যালাক্সি এ০৫ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে এবং চারদিকে পুরু বেজেল সহ দেখা গিয়েছে। ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি ফোনের ডানদিকে রয়েছে, যেখানে সিম কার্ড ট্রেটি বাম প্রান্তে। এছাড়া, ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার ভেন্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক নীচের দিকে দেখা যাবে। আর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি এক পরিচিত টিপস্টার জানিয়েছেন, Samsung Galaxy A05 ভারতে দুটি মেমরি ভার্সনে লঞ্চ হবে। একটিতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও অপরটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। ভারতের এদের দাম যথাক্রমে ১২,৪৯৯ টাকা এবং ১৪,৯৯৯ টাকা রাখা হতে পারে।

উল্লেখ্য, স্যামসাং এখনও ভারতে অফিশিয়াল ভাবে Galaxy A05-এর লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে, ইউজার ম্যানুয়াল এখন কোম্পানির ওয়েবসাইটে লাইভ হওয়ার ফলে অনুমান, হ্যান্ডসেটটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে।

Tags:    

Similar News