এখন মাত্র 7 হাজার টাকায় মিলছে 8GB র‍্যাম ও 50MP ক্যামেরার এই Samsung ফোন, কিনবেন নাকি?

Update: 2024-05-31 05:58 GMT

অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি থেকে বাম্পার ডিসকাউন্টে ফোন কেনাটা আজকাল কোনো অস্বাভাবিক বিষয় নয়, তবুও মাঝেমাঝে এমন কিছু অফার পাওয়া যায় যা অবাকের পাশাপাশি ক্রেতাদের মধ্যে কেনাকাটার উন্মাদনা সৃষ্টি করে। সেক্ষেত্রে আপনি যদি এমনই কোনো অফারে এক্কেবারে সস্তায় একটি ফোন কিনতে চান, আর আপনার পছন্দ হয় Samsung ব্র্যান্ডের মডেল, তাহলে ঝটপট Amazon থেকে অর্ডার করে ফেলুন Samsung Galaxy A05। ১০ হাজার টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হওয়া 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি বিশিষ্ট এই স্মার্টফোনটির দাম আগেই কোম্পানি ২ হাজার টাকা কমিয়েছিল। তবে এখন Samsung Galaxy A05 ৭ হাজার টাকার কাছাকাছি দামে বা তারও কমে পেয়ে যাবেন।

Samsung Galaxy A05 ফোনে মিলছে বাম্পার ডিসকাউন্ট, দাম দেখে নিন

স্যামসাং গ্যালাক্সি এ০৫ ফোনের ৮ জিবি র‍্যাম (৪ জিবি ইনবিল্ট+৪ জিবি ভার্চুয়াল) ভ্যারিয়েন্ট এখন অ্যামাজন ইন্ডিয়ায় ৭,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে দাম পেমেন্ট করলে অতিরিক্ত ৮০০ টাকা ছাড় পাওয়া যাবে। সাথে থাকবে ৭,৫৫০ টাকার এক্সচেঞ্জ অফারও (শর্তাবলি প্রযোজ্য)।

তবে মনে রাখবেন, এই ফোন কেনার ক্ষেত্রে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার একসাথে কাজে লাগানো যাবেনা। যদিও এটির ব্ল্যাক, গ্রিন ও সিলভার – তিনটি রঙ বিকল্প হিসেবে বেছে নেওয়া যাবে।

Samsung Galaxy A05-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ০৫ স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চি পিএলএস (রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্প বর্তমান। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মেলে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

Tags:    

Similar News