Samsung Galaxy A05s-র ডিজাইন ও চার্জিং স্পিড প্রকাশ্যে, জলের দরে লঞ্চ হবে এই ফোন
স্যামসাং (Samsung) খুব শীঘ্রই তাদের আসন্ন এন্ট্রি লেভেল A05 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। এই লাইনআপের অধীনে Samsung Galaxy A05 এবং Galaxy A05s - এই দুটি মডেল আত্মপ্রকাশ করতে পারে। গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Galaxy A04 সিরিজের উত্তরসূরি মডেলগুলিতে নতুন চিপসেট এবং ক্যামেরা সহ উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে বলে আশা করা যায়। আর এখন Galaxy A05s ফোনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC)-তে কিছু নতুন তথ্য সহ দেখা গেছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনটি ফেডারেল কমিউনিকেশন কমিশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি স্মার্টফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। এটি একটি ৪জি এলটিই ডিভাইস যা ওয়াইফাই ২.৪/৫ গিগাহার্টজ এবং ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে বলে জানা গেছে। আকর্ষণীয় বিষয়টি হল, Galaxy A05 সম্প্রতি এফসিসি-তে ট্রিপল ওয়াইফাই ব্যান্ড সাপোর্ট সহ দেখা গেছে। এই ধরনের বৈশিষ্ট্যগুলি ইঙ্গিত করে যে গ্যালাক্সি এ০৫এস হবে স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এ০৫-এর লাইট ভার্সন। এছাড়াও, ফোনটিতে ৪,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন এসএলসি-৫১ ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জার দিয়ে পরীক্ষা করা হয়েছে।
এফসিসিতে প্রদর্শিত স্কিম্যাটিক গ্যালাক্সি এ০৫এস-এর পিছনের ডিজাইনটি প্রকাশ করেছে, যার উপরের দিকে বৃত্তাকার ক্যামেরা মডিউল এবং নীচের কেন্দ্রে স্যামসাং ব্র্যান্ডিং দেখা যায়। ফোনটিতে রাউন্ড কর্ণারও থাকবে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি হ্যান্ডসেটটির সম্পর্কে এফসিসি লিস্টিং থেকে আর কোনও তথ্য সামনে আসেনি।
ইতিমধ্যেই কিছু সূত্র মারফৎ জানা গেছে, Samsung Galaxy A05s-এ MediaTek Helio G85 চিপসেট উপস্থিত থাকবে, যা ৪ জিবি র্যামের সাথে যুক্ত হবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে।
বর্তমানে, Galaxy A04-এ ৬.৫ ইঞ্চির পিএলএস এলসিডি ডিসপ্লে এবং Helio P35 প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। সুতরাং, নতুন চিপসেটের উপস্থিতি অবশ্যই নতুন স্মার্টফোনের কর্মক্ষমতা এবং দক্ষতা উন্নত করবে। আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে Galaxy A05 সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে।