Samsung Galaxy A14 4G: শক্তিশালী ব্যাটারি ও জমকালো ফিচারের সাথে লঞ্চ হল নয়া স্যামসাং ফোন

By :  SUPARNA
Update: 2023-05-22 09:58 GMT

Samsung আজ অর্থাৎ ২২শে মে তাদের Galaxy A-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল ভারতে। Samsung Galaxy A14 4G নামের এই ডিভাইসটি বাজেট সেগমেন্টের অধীনে এসেছে এবং এর প্রারম্ভিক মূল্য ১৪,০০০ টাকারও কম রাখা হয়েছে। জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ডটি চলতি বছরের প্রথমার্ধে Galaxy A14 5G নামের একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ভারতে লঞ্চ করেছিল। সদ্য আগত হ্যান্ডসেটটি এই একই মডেলেরই 4G ভ্যারিয়েন্ট।

Samsung Galaxy A14 4G ফোনটি ফ্ল্যাট রিয়ার প্যানেল এবং কার্ভড ফ্রেম ডিজাইন সহ এসেছে। এতে পলিকার্বোনেট রিয়ার বডি এবং ফ্রেমও লক্ষ্যণীয়। আর এই ফোনে একাধিক উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান, যথা - FHD+ ডিসপ্লে প্যানেল, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ৪ জিবি ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও পাওয়া যাবে। চলুন Samsung Galaxy A14 4G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন সহ অন্যান্য বিবরণ বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy A14 4G স্মার্টফোনের দাম ও লভ্যতা

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১৪,৯৯৯ টাকা। এটি - লাইট গ্রীন, সিলভার এবং ব্ল্যাক কালার বিকল্পে এসেছে।

লঞ্চ অফারের অংশ হিসাবে, যেসকল ক্রেতারা Samsung Galaxy A14 4G ফোনকে সংস্থার অনলাইন স্টোর সহ অন্যান্য মেইনলাইন চ্যানেলের মাধ্যমে কিনবেন তারা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। যার পর আলোচ্য হ্যান্ডসেটকে মাত্র ১২,৯৯৯ টাকা থেকে পকেটস্থ করে নেওয়া সম্ভব।

Samsung Galaxy A14 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০৮×১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এটি স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এটি সংস্থার নিজস্ব এক্সিনস ৮৫০ প্রসেসর সহ এসেছে। এই ফোনে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। যদিও ডিভাইসটিতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম ফিচারও সাপোর্ট করে, যা সংস্থার ভাষায় 'র‌্যাম প্লাস' নামে পরিচিত।

স্যামসাংয়ের এই নয়া হ্যান্ডসেট লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.০ (One UI 5.0) কাস্টম স্কিনে রান করে। এক্ষেত্রে সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ফোনটি চার বছরের জন্য সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও, দুটি বড় আসন্ন অ্যান্ড্রয়েড আপডেটও অফার করা হবে। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর কানেক্টিভিটি বিকল্প হিসাবে - মাইক্রোএসডি কার্ড স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকছে।

ক্যামেরা বিভাগের কথা বললে, Samsung Galaxy A14 4G স্মার্টফোনের পিছনে ট্রিপল-ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ৪জি-এনাবল মডেলে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A14 4G স্মার্টফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Tags:    

Similar News