Samsung এর নয়া মোবাইলে কতটা শক্তিশালী ব্যাটারি থাকবে? জানা গেল লঞ্চের আগেই
স্যামসাং তাদের Galaxy A-সিরিজের নতুন মডেল হিসেবে Samsung Galaxy A14 4G হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। যদিও, কোম্পানি এখনও এই ডিভাইসটির সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করেনি। তবে এখন, Galaxy A14 4G মডেলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং টিইউভি (TUV)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে। এই সার্টিফিকেশনগুলি আপকামিং স্যামসাং হ্যান্ডসেটটির ব্যাটারি ক্ষমতা এবং কানেক্টিভিটি অপশনগুলি সহ কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
Samsung Galaxy A14 4G পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন
৯১মোবাইলস-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, SM-A145R/DSN মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকাটি প্রকাশ করেছে যে, নতুন গ্যালাক্সি এ-সিরিজের ফোনটিতে ৪জি এলটিই, ব্লুটুথ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই সংযোগ থাকবে। এছাড়া, স্মার্টফোনের চার্জিং অ্যাডাপ্টারটিকেও এফসিসি ওয়েবসাইটে EP-T1510 মডেল নম্বর সহ তালিকাভুক্ত করা হয়েছে। রিপোর্ট অনুসারে, অ্যাডাপ্টারটির প্রস্তুতকারকের নাম এইচএইএম কো. এলটিডি। যদিও, এফসিসি-এর লিস্টিংয়ে স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি-এর ডিজাইন সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি, তবে ফোনটির পরিমাপ ১৬৭.৭ x ৭৮.৮ x ১১.৮ মিলিমিটার হবে বলে জানা গেছে।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি একই মডেল নম্বর সহ টিইউভি (TUV) সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে, যার লিস্টিং থেকে জানা গেছে যে, ডিভাইসটি ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,৯০০ এমএএইচ ব্যাটারির ইউনিটের সাথে আসবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ইউএল ডেমকো (UL Demko) ওয়েবসাইটের তালিকায়, এই স্যামসাং হ্যান্ডসেটটির ব্যাটারিটিকে HQ-50SD মডেল নম্বর সহ দেখা গেছে।
জানিয়ে রাখি, Samsung Galaxy A14-এর ৫জি সংস্করণটিকেও সম্প্রতি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ ইউএস এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে। তালিকাটি আরও প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি সাব-৬গিগাহার্টজ ৫জি, এলটিই, জিপিএস, ওয়াই-ফাই 5 (৮০২.১১এএক্স), ব্লুটুথ ৫.২ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করবে। Galaxy A14 5G-এর একটি সাপোর্ট পেজও স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইটে লাইভ হয়েছে, তাই এটি শীঘ্রই এদেশে লঞ্চ হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, Galaxy A14-এর ৫জি মডেলে ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। এটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ওয়ান ইউএই ৫.০ (One UI 5.0) কাস্টম স্কিনে রান করবে বলে মনে করা হচ্ছে। আর ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে একটি ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকতে পারে।