Samsung Galaxy A14 বাজেটের মধ্যে খাস ফিচার সহ লঞ্চ হল, রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

By :  techgup
Update: 2023-03-16 10:09 GMT

Samsung Galaxy A14 4G কে গত ফেব্রুয়ারিতে CES 2023 ইভেন্টে লঞ্চ করা হয়েছিল। তবে সেসময় এর দাম বা লভ্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু আজ একে মালেয়েশিয়ার বাজারে উপলব্ধ করা হল। পাশাপাশি Samsung Galaxy A14 4G এর দাম জানা গেছে। বাজেট রেঞ্জে আসা এই ফোনে পাওয়া যাবে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৮০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন Samsung এর এই নতুন ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যাল্যাক্সি এ১৪ ৪জি এর দাম - Samsung Galaxy A14 4G Price

স্যামসাং গ্যাল্যাক্সি এ১৪ ৪জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৭৯৯ রিঙ্গিত, যা প্রায় ১৪,৭৫০ টাকার সমান। এটি তিনটি কালারে পাওয়া যাবে - ব্ল্যাক, সিলভার ও ডার্ক রেড।

স্যামসাং গ্যাল্যাক্সি এ১৪ ৪জি এর স্পেসিফিকেশন - Samsung Galaxy A14 4G Specifications

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এ১৪ ৪জি ফোনে আছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০৮ পিক্সেল) PLS LCD, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম স্কিন পাওয়া যাবে।

এই ডিভাইসে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরো বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ক্যামেরার কথা বললে Samsung Galaxy A14 4G ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy A14 4G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট চার্জিং সমর্থন করে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। পরিশেষে Samsung Galaxy A14 5G স্মার্টফোনের পরিমাপ ১৬৭.৭x৭৮x৯.১ মিমি এবং ওজন ২০১ গ্রাম।

Tags:    

Similar News