সেল ছাড়াই ভালোবাসার মাসে অফার দিচ্ছে Samsung, এই 2টি দুর্দান্ত 5G ফোন পাবেন বিপুল ছাড়ে
বিগত কয়েক মাসে Samsung কার্যত ভারতে আবার তার হারানো মাটি ফিরে পেয়েছে – এদেশের বাজারে ব্র্যান্ডটি জনপ্রিয়তা এবং শিপমেন্টের নিরিখে পুনরায় এক নম্বর অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনি যদি Samsung-এর ভক্ত হন এবং এখন এই সুপ্রসিদ্ধ ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে চান, তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের উপলব্ধ কিছু দুর্দান্ত অফার মিস না করাই ভালো। আসলে বর্তমানে কোম্পানি নিজেই তার Galaxy A সিরিজের দুটি শক্তিশালী ফোন Samsung Galaxy A15 5G এবং Samsung Galaxy A25 5G-তে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে – এখানে আপনি ৩ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার কাজে লাগাতে পারবেন। আর বদলে এই Samsung ফোনগুলিতে বিশাল স্টোরেজের সাথে দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লের মতো ফিচার পাবেন। আসুন তবে, দেখে নিই Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G ফোনদুটি কিনতে কত খরচ হবে এবং এগুলিতে ঠিক কী কী ফিচার আছে…
দু-দুটি 5G ফোনে ছাড় দিচ্ছে Samsung, দেখুন অফার
১. Samsung Galaxy A15 5G: এই ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা, তবে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এতে ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। আবার কাছে স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক (Samsung Axis Bank)-এর ক্রেডিট কার্ড থাকলে মিলবে ১০% ক্যাশব্যাক। এছাড়া নির্দিষ্ট এক্সচেঞ্জ অফার তো থাকবেই, পাশাপাশি স্যামসাং শপ (Samsung Shop) অ্যাপ থেকে কেনাকাটা করলে অতিরিক্ত ২,০০০ টাকা পর্যন্ত ছাড় দেবে কোম্পানি।
স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
২. Samsung Galaxy A25 5G: ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট এই ফোনের দাম ২৬,৯৯৯ টাকা, তবে এসবিআইয়ের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি ৩,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন। একইভাবে
স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০% ক্যাশব্যাক এবং স্যামসাং শপ অ্যাপ থেকে ফোনটি কিনলে ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ের সুবিধা পেতে পারেন।
এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড (রেজোলিউশন ১০৮০×২৩৪০ পিক্সেল), এক্সিনস ১২৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাবেন।