প্রথম সেলে কম দামে Samsung Galaxy A15 5G ও Galaxy A25 5G, অফলাইনেও কিনতে পারবেন

By :  techgup
Update: 2024-01-03 06:53 GMT

২০২৩ সালের শেষ সপ্তাহ অর্থাৎ ২৬শে ডিসেম্বর Samsung ভারতের বাজারে Galaxy A15 5G এবং Galaxy A25 5G নামের দুটি নয়া হ্যান্ডসেট উন্মোচন করে। আনুষ্ঠানিক লঞ্চের প্রায় এক সপ্তাহের মাথায় এসে অর্থাৎ আজ সংস্থাটি তাদের এই নয়া স্মার্টফোন দুটি এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ করল। সর্বোপরি সেল অফারের অংশ হিসাবে এগুলির সাথে ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। বিশেষত্বের কথা বললে, Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক লেটেস্ট ওয়ান ইউআই ৬ (One UI 6) কাস্টম স্কিনের সাথে আসা সংস্থার প্রথম স্মার্টফোন।

একই সাথে, উভয় হ্যান্ডসেটে নতুন 'কী আইল্যান্ড' ডিজাইন লক্ষ্যণীয়। অর্থাৎ, পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি ডিভাইসের পার্শ্ববর্তী উত্থিত প্ল্যাটফর্মে অবস্থান করে। এছাড়া ফোনগুলি - ডিসপ্লে সাইজ, ফ্রন্ট ক্যামেরা রেজোলিউশন, ব্যাটারি তথা চার্জিং ক্যাপাসিটি এবং সিকিউরিটি ফিচার অনুরূপ থাকছে। চলুন Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G স্মার্টফোনের দাম ও কনফিগারেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক…

ভারতে Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G স্মার্টফোনের দাম ও লঞ্চ অফার

স্যামসাং দ্বারা লঞ্চ করা লেটেস্ট ৫জি স্মার্টফোন দুটির প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দাম নিচে দেওয়া হল -

Samsung Galaxy A15 5G :

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৯,৪৯৯ টাকা,
৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২২,৪৯৯ টাকা।

Samsung Galaxy A25 5G :

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ২৬,৯৯৯ টাকা,
৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২৯,৯৯৯ টাকা।

উভয় স্মার্টফোন – ব্ল্যাক ব্ল্যাক, এবং ব্লু কালার অপশনে এসেছে। তবে উচ্চতর Galaxy A2৫ মডেলটি অতিরিক্তভাবে ইয়ালো কালার বিকল্পের সাথে পাওয়া যাবে।

তদুপরি লঞ্চ অফার হিসাবে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে Samsung Galaxy A15 মডেলটি কিনলে ১,৫০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আবার Samsung Galaxy A25 ফোনের সাথে মিলবে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আগ্রহীদের জানিয়ে রাখি, উভয় হ্যান্ডসেট আজ থেকে অফলাইন এবং অনলাইন চ্যানেলের মাধ্যমে কিনতে পারবেন আপনারা।

Samsung Galaxy A25 5G স্পেসিফিকেশন

Samsung Galaxy A25 5G ফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ স্টাইলের এবং এটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিট পিক ব্রাইটনেস ও আই কমফোর্ট মোড সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে এক্সিনস ১২৮০ প্রসেসর এবং মালি-জি৬৮ এমপি৪ জিপিইউ ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ কাস্টম স্কিন চালিত এই হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল – OIS ও অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এদিকে ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়।

তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই (২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ), এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইউএসবি ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷ ডিভাইসটি স্টেরিও স্পিকার সিস্টেম এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক উপলব্ধ।

Samsung Galaxy A15 5G স্পেসিফিকেশন

Samsung Galaxy A15 5G ফোনে ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস sAMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর এবং মালি জি৫৭-এমপি২ জিপিইউ (৫জি) সহ এসেছে। আলোচ্য হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। ছবি তোলার জন্য এতেও এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

তদুপরি কানেক্টিভিটির জন্য এতে – ৫জি, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ডিরেক্ট, ওয়াই-ফাই (২,৪গিগাহার্টজ ও ৫গিগাহার্টজ), এনএফসি, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক মিলবে। এই ফোন মনো স্পিকার সিস্টেম রয়েছে। Samsung Galaxy A15 5G এবং Galaxy A25 5G মডেলের সিকিউরিটি ফিচার ও ব্যাটারি ক্যাপাসিটি একসমান থাকছে।

Tags:    

Similar News