সবচেয়ে সস্তা Samsung Galaxy A15 ফোনেও এবার পাওয়া যাবে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট

By :  SUPARNA
Update: 2023-12-30 10:12 GMT

চলতি সপ্তাহের শুরুতে Samsung তাদের জনপ্রিয় Galaxy A-সিরিজের অধীনে দুটি নতুন স্মার্টফোন ঘোষণা করেছে। এগুলি হল - Samsung Galaxy A15 এবং Galaxy A25। এই হ্যান্ডসেটগুলি তাদের পূর্বসূরীদের তুলনায় একাধিক হার্ডওয়্যার-গত আপগ্রেডেশন অফার করে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এগুলি সংস্থার প্রথম সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট যা লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ইন-হাউস ওয়ান ইউআই ৬ (One UI 6) কাস্টম ইউজার ইন্টারফেসের সাথে এসেছে।

আবার ২০২৩ সালের শেষ প্রান্তে এসে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটি তাদের ভক্তদের একটি বিশেষ সুখবর দিয়েছে! জানা গেছে, নয়া Galaxy A15 হবে এই বছরে লঞ্চ হওয়া সবচেয়ে সস্তার Samsung স্মার্টফোন যা চারটি বড় ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট পেতে চলেছে। এমনকি সংস্থাটি Galaxy A25 মডেলের সাথেও সম-সংখ্যক ওএস আপগ্রেডের প্রতিশ্রুতি দিয়েছে।

স্যামসাং বেশিরভাগ ক্ষেত্রে তাদের মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির জন্যই দীর্ঘ মেয়াদি সফ্টওয়্যার আপডেট রিলিজ করে থাকে। কিন্তু সাম্প্রতিক এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, এখন থেকে প্রায় প্রত্যেকটি সেগমেন্টের গ্যালাক্সি স্মার্টফোনই নূন্যতম চারটি অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়ার যোগ্য হবে। টেক জায়ান্টটির এই উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়!

তবে গুগল (Google) এর ৭ বছরের ওএস আপডেট নীতির থেকে যদি স্যামসাং অনুপ্রেরণা নিতে পারে, তবে ভক্তদের খুশি করার পাশাপাশি গ্রাহক-বেস বাড়াতেও সক্ষম হবে সংস্থাটি। যদিও এই মুহূর্তে স্যামসাং এইধরণের কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে বলে মনে হচ্ছে না। কেননা সংস্থাটির কাঁধে এখন একগুচ্ছ ডিভাইসের জন্য সাপোর্ট প্রদানের কাজ চেপে আছে।

যাইহোক আবারো প্রসঙ্গে ফিরে আসা যাক। নবাগত Samsung Galaxy A15 মডেলটি অ্যান্ড্রয়েড ১৮ পর্যন্ত আপগ্রেড পাচ্ছে, এটা নিশ্চিত। পাশাপাশি জানানো হয়েছে যে, এই ফোন পাঁচ বছরের জন্য সিকিউরিটি প্যাচও রিসিভ করবে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে, ডিভাইসটি কত মাস অন্তর সিকিউরিটি আপডেট পেতে চলেছে। আমাদের অনুমান, বাজেট-সেগমেন্টের অন্যান্য গ্যালাক্সি-সিরিজ স্মার্টফোনের মতো এটিও হয়তো তিন মাসের ব্যবধানে সিকিউরিটি আপডেট পাবে।

Tags:    

Similar News